ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের বান্ডেল অফারে অপ্পো

প্রকাশিত: ০৬:২৫, ১৯ জানুয়ারি ২০১৭

গ্রামীণফোনের বান্ডেল অফারে অপ্পো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে এফ১এস ও এ৩৩এফ মডেলের দুটি স্মার্টফোন ডিভাইস বাজারে এনেছে অপ্পো। সম্প্রতি জিপি হাউজে গ্রামীণফোনের বান্ডেল অফারসহ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় স্মার্টফোন দুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আযমান, অপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ই হাইজুন নেভি ই, মার্কেটিং ম্যানেজার লি জেপেং ব্রুস লী ও মার্কেটিং অপারেশন বিভাগের প্রধান আহমেদ ইফতেখার সানি, গ্রামীণফোনের আইওটি, এমফোরডি ও ডিভাইস বিভাগের প্রধান রাভিন্দার পারাসার প্রমুখ। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, ‘অপ্পোর সঙ্গে কাজ করার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশী ক্রেতাদের মধ্যে অপ্পোর গ্রহণযোগ্যতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ভালুকায় কোকা-কোলা কারখানা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ বাংলাদেশে কোকা-কোলা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ির আমতলীতে ৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত এই কারখানার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, কোকা-কোলা কোম্পানির প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মারফি, কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট ইরিয়াল ফিন্যান, কোকা-কোলা দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টি কৃষ্ণ কুমার, কোকা-কোলার ভারত ও দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট ভেঙ্কটেশ কিনি। এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্ এমপি, ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান, এসপি সৈয়দ নূরুল ইসলাম।
×