ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইম আর্টের মূকাভিনয় কর্মশালা

প্রকাশিত: ০৪:০৮, ১৯ জানুয়ারি ২০১৭

মাইম আর্টের মূকাভিনয় কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি ক্ষেত্রে মাইম বা মূকাভিনয় অন্যতম একটি বিষয়। নাচ, গান, আবৃত্তি, উপস্থাপনা কিংবা অভিনয়সহ পারফর্মিং আর্টের যে কোন মাধ্যমের জন্যই মাইম অপরিহার্য। কয়েক বছর আগেও বাংলাদেশে মূকাভিনয় শেখার জায়গা ছিল না। এ সঙ্কট দূর করতে মাইম আর্ট ২০০৮ সাল থেকে বছরে একটি করে মূকাভিনয় কর্মশালার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এখন তৈরি হয়েছে তরুণ প্রজন্মের অনেক মূকাভিনয় শিল্পী ও সংগঠন। দিনে দিনে মূকাভিনয় শিল্পের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়তে থাকায় মাইম আর্ট এখন প্রতি তিন মাস পরপর একটি করে মূকাভিনয় কর্মশালার আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে মাইম আর্ট। দলের দশম বছরে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী মাইম কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন দেশের তরুণ মূকাভিনয় শিল্পী ও মাইম আর্ট দলের প্রধান নিথর মাহবুব। আগ্রহীদের শিল্পকলা একাডেমির কফি হাইজ, চিলেকোঠা, হেসেল, আজিজ সুপার মার্কেট ও বেইলিরোডের থিয়েটার কর্নার থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। এছাড়া মাইম আর্টের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে।
×