ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে কারসাজি রোধে কঠোর বিএসইসি

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে কারসাজি রোধে কঠোর বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে গত কয়েক মাস ধরে বইছে সুবাতাস। যার সুফল ভোগ করছেন দীর্ঘদিন মুনাফার আশায় বিনিয়োগ ফেলে রাখা বিনিয়োগকারীরা। পাশাপাশি বাজার পরিস্থিতি বিবেচনায় সব ধরনের বিনিয়োগকারীই সক্রিয় হয়ে উঠেছেন। ফলে সূচক ও লেনদেনে পড়েছে ইতিবাচক প্রভাব। বাজার পরিস্থিতি গতিশীল থাকায় ভাল কোম্পানির প্রতি বিনিয়োকারীদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। তবে সেই সুযোগে দুর্বল কোম্পানিগুলো নিয়ে আবারও কোন মহল যেন কারসাজি করে ফায়দা লুটতে না পারে তার জন্য আরও ঠোর হচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
×