ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলোচিত সাত খুন মামলার রায় কাল

প্রকাশিত: ০৮:০০, ১৫ জানুয়ারি ২০১৭

আলোচিত সাত খুন মামলার রায় কাল

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ রায় ঘোষণা করা হবে। এ রায়ের দিকে তাকিয়ে আছেন সাত খুনে নিহতের পরিবার ও নারায়ণগঞ্জবাসী। সাত খুনে নিহত পরিবারগুলোর আশা রায়ে আদালত আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি প্রদান করবেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণের পর ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশীট দাখিল, ওই বছরের ১২ নবেম্বর ভারত থেকে এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়। এ নৃশংস হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার তদন্তকারী সংস্থা মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহতদের পরিবারের প্রত্যাশা আলোচিত এ হত্যাকা-ের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার কলাগাছিয়া শান্তিনগর এলাকায় ওই সাত জনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে আইনজীবীসহ সাধারণ মানুষ। তারা দফায় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামী বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা থানায় বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। আলোচিত এ হত্যাকা-টি এক সময় এদেশের গ-ি পেরিয়ে বিদেশী গণমাধ্যমেও শিরোনাম হয়ে উঠে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, আদালতে এ মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আমরা আদালতে আসামিদের বিরুদ্ধে হত্যাকা-ের জড়িত থাকার প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দাবি করেছি আদালতের কাছে। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, আদালতে ৭ হত্যার বিষয়ে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ দাখিল করা হয়েছে। প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা ফাঁসি হবে বলে তিনি আশা করেন।
×