ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন রিপোর্টিংয়ে জনকণ্ঠ সাংবাদিক সম্মাননা পেলেন

প্রকাশিত: ০৩:৫৬, ১৩ জানুয়ারি ২০১৭

উন্নয়ন রিপোর্টিংয়ে জনকণ্ঠ সাংবাদিক সম্মাননা পেলেন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলার সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরায় জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদারকে সম্মাননা স্মারক দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। বুধবার রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অনুষ্ঠানে বাগেরহাটকে নিয়ে জনকণ্ঠে একাধিক প্রকাশিত ইতিবাচক সংবাদের প্রশংসা ও জনকণ্ঠের সংবাদকর্মীদের অভিনন্দন জানান বক্তারা। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিএস ডাঃ অরুণ চন্দ্র ম-ল, ডিডিএলজি মোঃ শফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন, সওজর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, জনস্বাস্থ্য অভিদফতরের নির্বাহী প্রকৌশলী এসএম শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন। এ বিভাগে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধি সরদার ইনজামামুল হককেও সম্মাননা দেয়া হয়। মাহফিলের খিচুড়ি খেয়ে ৯ শিশু হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ জানুয়ারি ॥ নড়াইলের ভাদুলীডাঙ্গায় মা ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসায় খাবার খেয়ে নয় শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদেরকে নড়াইল সদর হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অসুস্থ ছাত্রীরা জানায়, সকাল ৯টার দিকে খিচুড়ি খাওয়ার পর দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলো-দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শোভা ও হাসি, তৃতীয় শ্রেণীর তৃষা, সুরাইয়া, ঋতু, ফাতেমা ও সুমাইয়া এবং পঞ্চম শ্রেণীর দিয়া ও সোমা। মাদ্রাসার পরিচালক শরিফুল আকবার জানান, বুধবার রাতে ভাদুলীডাঙ্গার পাশে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে খিচুড়ি রান্না হয়। সেই খাবার তাদের মাদ্রাসায়ও সরবরাহ করা হয়। ওয়াজ মাহফিলের সেই খিচুড়ি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা শিক্ষক নাহার বেগম ও আসমা খাতুনসহ ২৫ শিক্ষার্থী খায়। সকাল ৯টায় খাবার খাওয়ার পর দুপুরে নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমিসহ পাতলা পায়খানা শুরু হয়। তবে, দুই শিক্ষকসহ অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়নি। কচুয়ায় পিঠা মেলা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১২ জানুয়ারি ॥ বাঙালীর পৌষ মাসের পিঠার ঐতিহ্য ধরে রাখতে ‘এসো মিলি আজ হাসি খেলায় পিঠা উৎসব আর পৌষ মেলায়’ এই সেøাগানে কচুয়ায় বৃহস্পতিবার পিঠা উৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় মেলায় গৃহিণীদের তৈরি ৫০টি পিঠার স্টল স্থান পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন। জমির মালিকদের চেক প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলা-খুলনা রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের দুই কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম প্রমুখ। এদিন জেলার ফকিরহাট ও রামপাল উপজেলার ৩৬ জন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অনুকূলে ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।
×