ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনের প্রস্তাব প্রত্যাখ্যান রোনাল্ডোর!

প্রকাশিত: ০৫:৫৮, ১ জানুয়ারি ২০১৭

চীনের প্রস্তাব প্রত্যাখ্যান রোনাল্ডোর!

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েকদিনে বিশ্ব ফুটবলে আলোড়ন তৈরি করেছে চীনের ক্লাবগুলো। বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে বিশ্বের নামী দামী ফুটবলারদের দলে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করেছে দলগুলো। এর মধ্যে সর্বাধিক ৩১.৯৮ মিলিয়ন পাউন্ডে (বার্ষিক) আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে সাংহাই শিনহুয়া। এখন পর্যন্ত ফুটবলের ইতিহাসে এটিই সর্বাধিক পারিশ্রমিকের রেকর্ড। ঈর্ষণীয় এক প্রস্তাব পেয়েছিলেন পর্তুগালের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। চাইনিজ সুপার লীগের একটি অপ্রকাশিত ক্লাব তাকে প্রস্তাব করেছিল বার্ষিক ৮৫ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনাল্ডো। এমনটাই দাবি করেছেন পর্তুগীজ ফরোয়ার্ডের এজেন্ট জর্জ মেন্ডেস। ৩১ বছর বয়সী রোনাল্ডো বর্তমানে বার্ষিক ১৯ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পাচ্ছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে। কিন্তু এবার ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর বিজয়ী এ তারকা ফরোয়ার্ডকে পেতে চীনের একটি ক্লাব হাত বাড়িয়েছিল বিশাল লোভনীয় এক প্রস্তাব দিয়ে। বিশ্বরেকর্ড পারিশ্রমিক ৩০০ মিলিয়ন ইউরো প্রদানের কথা জানিয়েছিল তারা। কিন্তু পর্তুগীজ সুপারস্টার তাতে রাজি হননি। এ বিষয়ে তার এজেন্ট মেন্ডেস বলেন, ‘চীন থেকে ওরা ৩০০ মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদকে প্রস্তাব করেছিল এবং সেটা বার্ষিক ১০০ মিলিয়ন ইউরো খেলোয়াড়ের জন্য। কিন্তু অর্থই সবকিছু নয়। রিয়াল মাদ্রিদই তার জীবন। ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদে অনেক সুখে আছেন এবং সেক্ষেত্রে তার চীনে যাওয়াটা অসম্ভব।’ চীনের ক্লাবগুলো আর্থিক পেশিশক্তির দারুণ ভেলকি দেখাতে শুরু করেছে বছরের শেষ ভাগে। ব্রাজিলিয়ান তারকা অস্কারকে চেলসির কাছ থেকে বার্ষিক ২০.৮ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে চাইনিজ সুপার লীগের ক্লাব সাংহাই এসআইপিজি। সেটা বেশ কিছুদিন খেলোয়াড় ট্রান্সফার বাজারে ব্যাপক আলোড়ন তুলেছিল। কারণ সেটাই ছিল বিশ্বরেকর্ড পারিশ্রমিক। অস্কারকে নিয়ে গড়া এসআইপিজের রেকর্ডকে অবশ্য টপকে যায় শিনহুয়া। তেভেজকে তারা দলে ভেড়ায় ৩১.৯৮ মিলিয়ন পাউন্ডে (৩৮ মিলিয়ন ইউরো)। কিন্তু মেন্ডেস জানিয়েছেন কোন বিশাল অঙ্কই রোনাল্ডোকে তার জায়গা থেকে নড়াতে পারবে না। মেন্ডেস বলেন, ‘চাইনিজ বাজারটা একেবারেই নতুন। তারা অবশ্যই অনেক খেলোয়াড় কিনতে পারবে। কিন্তু এরপরও রোনাল্ডোর জন্য সেখানে যাওয়া অসম্ভব। ক্রিশ্চিয়ানো এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালেরও সেরা। সে কারণে তার কাছে এমন প্রস্তাব আসাটাই স্বাভাবিক। সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে পর্তুগালের হয়ে- এটা জেনোয়ার হয়ে ইতালিয়ান লীগ জেতার মতো অবিস্মরণীয় বিষয়। কারণ তারা কোনসময়ই ফেবারিট না।’
×