ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে বিমানবাহিনী প্রধান ফ্লাইট ক্যাডেটদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকতে হবে

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ ডিসেম্বর ২০১৬

যশোরে বিমানবাহিনী প্রধান ফ্লাইট ক্যাডেটদের পেশাগত মান উন্নয়নে সচেষ্ট থাকতে হবে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিমানঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রশিক্ষণ উত্তীর্ণ ফ্লাইট ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘বিমান বাহিনী তোমাদের সর্বত্তম প্রশিক্ষণ দিয়ে দক্ষ অফিসার হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিমান বাহিনী একাডেমি থেকে যে মৌলিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ, তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে পেশাগত মান উন্নয়নের জন্য তোমাদের সদা সচেষ্ট থাকতে হবে। বৃহস্পতিবার সকালে যশোরের বাংলাদেশ বিমান একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজের মধ্য দিয়ে চারজন মহিলা ক্যাডেটসহ ৪০ জন ফ্লাইট ক্যাডেট কমিশন লাভ করেন। বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি ফ্লাইট ক্যাডেটদের মধ্যে পদক ও সনদপত্র বিতরণ করেন।
×