ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেলসির টানা ১২ ম্যাচে জয়ের রেকর্ড, ঘরের মাঠে ৩০০তম ম্যাচ জয় করল আর্সেনাল, সিটিতে আলো ছড়াচ্ছেন কেলেচি ইহেনাচো

জায়ান্টদের জয়ের রাতে লিচেস্টারের হার

প্রকাশিত: ০৬:১৯, ২৮ ডিসেম্বর ২০১৬

জায়ান্টদের জয়ের রাতে লিচেস্টারের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে চেলসি। সোমবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এ্যান্তোনিও কন্তের দল ৩-০ গোলে হারায় বোর্নমাউথকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকে আরও সুসংহত করল ব্লুজরা। লীগে চেলসি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টারের দুই জায়ান্ট ক্লাব সিটি ও ইউনাইটেড। কিন্তু দুর্ভাগ্য বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির। এদিনও পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ক্লদিও রানিয়েরির শিষ্যরা। নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করেছেন পেড্রো রড্রিগেজ। আর অন্য গোলটি আসে ইডেন হ্যাজার্ডের পা থেকে। ম্যাচের দুই অর্ধে গোল দু’টি করেন পেড্রো। প্রথমার্ধের ২৪ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ডের গোলেই প্রথম এগিয়ে যায় চেলসি। আর অতিরিক্ত সময়ে (৯০+৩) নিজের দ্বিতীয় গোলটি করেন সাবেক বার্সিলোনার এই তারকা ফুটবলার। এর আগে ম্যাচের ৪৯ মিনিটে পেনাল্টিতে নিজের প্রথম এবং চেলসির দ্বিতীয় গোলটি করেন ইডেন হ্যাজার্ড। সেই সঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়েন বেলজিয়ামের এ তারকা ফুটবলার। এদিন নতুন কীর্তি গড়েন চেলসির কোচ এ্যান্তোনিও কন্তে। প্রিমিয়ার লীগের ইতিহাসে প্রথম কোচ হিসেবে মৌসুমের প্রথম ১৮ ম্যাচের ১৫টিতেই জয়ের রেকর্ড গড়েন তিনি। চেলসি ছাড়াও এদিন অনায়াস জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। আর্সেন ওয়েঙ্গারের দল ১-০ গোলে পরাজিত করেছে ওয়েস্টব্রুমউইচকে। ওয়েস্টব্রুমউইচকে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লীগে দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে ৩০০তম ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল। প্রথম ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন তাদের পাশে নাম লেখাল আর্সেনাল। গানারদের হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরাউড। এ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেন ওয়েঙ্গারের বিবেচনায় তিনি মূল একাদশে খেলতে নেমেছিলেন। ১৯৯২ সালের ১৫ আগস্ট আর্সেনাল প্রিমিয়ার লীগে প্রথম হোম ম্যাচে পরাজিত হয়েছিল। নরউইচ সিটির কাছে ঐ ম্যাচে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। ১১ দিন পরে জর্জ গ্র্যাহামের দল ওল্ডহ্যাম এ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগে প্রথম হোম ম্যাচে জয়ের স্বাদ পায়। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের দল প্রথম লীগের শিরোপা জয় করার কৃতিত্ব দেখায়। মৌসুমের শেষে তারা অপরাজিত ছিল। ঘরের মাঠে ঐ মৌসুমে ১৯টি ম্যাচের মধ্যে ১৫টিতেই জয়ী হয়েছিল তারা। সোমবারের জয়টি ছিল এবারের মৌসুমে ঘরের মাঠে টানা ষষ্ঠ জয়। এই জয়ে লিভারপুলের সাথে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। এদিন নতুন এক ইতিহাস গড়েন কেলেচি ইহেনাচো। লীগ ইতিহাসে সেরা গোল স্কোরিং রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। সময়ের হিসেবে গোল করার পরিসংখ্যানে ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার সিটির ২০ বছর বয়সী নাইজিরিয়ান ফরোয়ার্ড। সোমবার বক্সিং ডে’তে হাল সিটির মাঠে ৩-০ গোলে জেতা ম্যাচটিতে এমন কীর্তিতে নাম লেখান ইহেনাচো। বদলি হিসেবে খেলার ৭৮ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান এই উঠতি স্ট্রাইকার। তাতেই মিনিট প্রতি গোলের হিসেবে প্রতি ৯৬ মিনিটে ইহেনাচোর নামের পাশে এখন একটি করে গোল। প্রিমিয়ার লীগ ইতিহাসে কমপক্ষে ১০টি গোল বিবেচনায় এমন অসাধারণ রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের সবচেয়ে কঠিন লীগে মাত্র দ্বিতীয় মৌসুমে এসেই এমন অভাবনীয় অর্জনে নজর কেড়েছেন ইহেনাচো। গত বছর ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে তার সিটিজেনদের সিনিয়র টিমে অভিষেক হয়। বর্তমানে পেপ গার্ডিওলার কোচিংয়ে নিজেকে মেলে ধরছেন। এখন পর্যন্ত ৩৮ ম্যাচের মধ্যে ১৯টি শটে ১২ বার সফল হয়েছেন ইহেনাচো। আর সব ধরনের প্রতিযোগিতায় ৫২ ম্যাচে গোল করেছেন ২০টি। এদিন দিনের অন্য ম্যাচে জোশে মরিনহোর ম্যানইউ ৩-১ ব্যবধানে পরাজিত করেছে সান্ডারল্যান্ডকে। তবে এভারটনের কাছে ২-০ গোলে লজ্জাজনকভাবে হেরেছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি।
×