ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

সরিয়ে নেয়া হচ্ছে আধালাখ জার্মান বাসিন্দা

প্রকাশিত: ০৮:১৩, ২৬ ডিসেম্বর ২০১৬

সরিয়ে নেয়া হচ্ছে  আধালাখ জার্মান বাসিন্দা

জনকণ্ঠ ডেস্ক ॥ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি বোমা নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির আউগসবুর্গ শহর থেকে আধালাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রবিবার বড়দিন হলেও লোকজনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হচ্ছে। খবর বিবিসির। দ্বিতীয় মহাযুদ্ধের পর অবিস্ফোরিত কোন বোমার কারণে জার্মানিতে এর আগে কোন শহর থেকে এত লোককে কখনই সরিয়ে নেয়া হয়নি। এই ব্রিটিশ বোমাটি ১ দশমিক ৮ টনের। ধারণা করা হচ্ছে, ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্রবাহিনী বোমাটি ফেলেছিল। ওই বিমান হামলায় পুরো শহর ধ্বংস হয়ে যায়। ভবন নির্মাণ করতে বোমাটি পাওয়া গেছে। পুলিশ বলছে, তারা নিশ্চিত করে জানে না বোমাটি নিষ্ক্রিয় করতে কত সময় লাগতে পারে। বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক মাইক স্যান্ডার্স বলছেন, শহর কর্তৃপক্ষ কোন ঝুঁকি নিতে চায় না। তাই তারা সব লোককেই সেখান থেকে সরিয়ে নিচ্ছে। বলা হচ্ছে, বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিমির মধ্যে অবস্থিত বা়ড়ঘর থেকে লোকজন অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। পুলিশ বলছে, বেশিরভাগ বাসিন্দাই তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে থাকতে পারেন। এরপরও প্রয়োজন হলে তাদের জন্য কয়েকটি স্কুল এবং স্পোর্টস হলও খুলে দেয়া হবে।
×