ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নক-টেন

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৬

ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নক-টেন

শক্তিশালী একটি ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে ফিলিপিন্সের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে আসছে। রবিবার খ্রিস্টীয় ‘বড়দিনেই’ ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। পূর্ব সতর্কতা হিসেবে ওই উপকূল থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর ওয়েবসাইটের। ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ সংস্থা সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ঘণ্টায় ১৮৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২৫৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের বেগ নিয়ে সাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে নক-টেন উপকূলের দিকে এগিয়ে আসছে। এর আগে ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২১৫ কিলোমিটার। দেশটির আবহাওয়া ব্যুরোর মুখপাত্র রেনে পাসিয়েন্তে বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আঘাতে ঘরবাড়ি ধ্বংস হতে পারে ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। রবিবার দিনের কোন এক সময় নক-টেন ফিলিপিন্সের বিকোল উপদ্বীপের কাতানদুয়ানেস প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় সর্বোচ্চ ঘূর্ণিঝড় সতর্করতা জারি করা হয়েছে। ওই এলাকার অনেক জায়গায় সড়ক পথে, সাগর পথে ও আকাশ পথে ভ্রমণ স্থগিত করা হয়েছে। এতে ‘বড়দিনের’ ছুটিতে বাড়ির পথে থাকা খ্রীস্টান অধ্যুষিত ওই এলাকার কয়েক হাজার মানুষ পথে আটকা পড়েছেন। গত ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় লেইতে ও সামার এলাকায় ছয় হাজার লোক নিহত ও দুই লাখ বাড়ি ধ্বংস হয়েছে।
×