অনলাইন ডেস্ক ॥ মেক্সিকোর বৃহত্তম আতশবাজি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় শনিবার হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মারা গেছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়াল। হাসপাতাল কর্মকর্তারা একথা জানান।
মেক্সিকো সিটির বাইরে তুলতেপেকের একটি মার্কেটে চলতি সপ্তাহের গোড়ার দিকে এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অন্তত ২৬ জন মারা যায়। কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় ৬০ জন আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।