ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্য নিয়ে ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ০৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৬

বিশ্বসাহিত্য নিয়ে ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বসাহিত্য নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। অনুষ্ঠানটি আজ দুপুর ২-৪০ মিনিটে প্রচার হবে। সমকালীন ও কালজয়ী বিশ্বসাহিত্যের বিভিন্ন দিক এবং সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরার জন্য পরিকল্পিত হয়েছে এ অনুষ্ঠান। একইসঙ্গে বাংলাদেশের সাহিত্যে সেসবের প্রভাব শনাক্তিরও প্রয়াস থাকবে এতে। বিশ্বখ্যাত চিত্রকর ও ভাস্করদের প্রসঙ্গও তুলে ধরা হবে একটি পর্বে। অনুষ্ঠানে থাকছে তিনটি পর্ব। ‘সমকাল মহাকাল’ পর্বে সদ্য প্রয়াত কবি, গীতিকার ও সঙ্গীতশিল্পী লেনার্ড কোহেন সম্পর্কে আলোচনার পাশাপাশি তার গান বাংলা লিরিকসহ প্রচার হবে। ‘আলোকপাত’ পর্বটি সাজানো হয়েছে কালজয়ী রুশ কথাশিল্পী ফিওদর দস্তয়েভস্কিকে নিয়ে। এতে দস্তয়েভস্কির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বাংলায় ধারাবর্ণনাসহ, তাঁর উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের অংশবিশেষ পরিবেশিত হবে। আলোচনা করেছেন লেখক সুব্রত বড়–য়া। দস্তয়েভস্কির রচনা থেকে বাংলায় অনূদিত পাঠ থাকছে, পাঠ করেছেন সুলতানা শাহরিয়া। ‘চরণ-চিত্রণ’ পর্বে বিদেশী শিল্পী ফ্রিদা কাহলোকে নিয়ে বলেছেন শিল্পী শামীম সুব্রানা। উনবিংশ শতাব্দীতেই রুশ সাহিত্য বিশ্বসাহিত্যের দরবারে স্বমহিমায় উদ্ভাসিত হয়। সমাজে প্রতিষ্ঠিত দাসপ্রথা এবং জারের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান মাধ্যম, শিল্প সাহিত্য জগত সমাজের সচেতন, অগ্রসর ব্যক্তিদের প্রবলভাবে আকৃষ্ট করে।
×