ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিস্কুটের বাক্সে শিশু পাচার ॥ পশ্চিমবঙ্গে গ্রেফতার ১৪

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৬

বিস্কুটের বাক্সে শিশু পাচার ॥ পশ্চিমবঙ্গে গ্রেফতার ১৪

ভারতের পশ্চিমবঙ্গে একটি বড় শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর চব্বিশ পরগরার বাদুড়িয়াতে প্রথম এ চক্রটির সন্ধান পায় পুলিশের সিআইডি। খবর বিবিসির। সিআইডি জানিয়েছে, বিস্কুটের বাক্সে ভরে তিনটি সদ্যজাত শিশু পাচার করার চেষ্টা হচ্ছিল ওই সময়ে। শেষ মুহূর্তে খবর পেয়ে বাদুড়িয়ার একটি নার্সিং হোমে পৌঁছে সিআইডি হাতেনাতে ধরে ফেলে পাচারকারীদের। গ্রেফতার করা হয় নার্সিং হোমের মালিক, নার্স, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ত্রী, আদালতকর্মীসহ মোট আটজনকে। একজন চিকিৎসক পলাতক। ধৃতদের জেরা করে সিআইডির অনুমান, গত তিন বছরে প্রায় ৩০টি শিশুকে এভাবেই পাচার করে দেয়া হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। একটি শিশুকে বিদেশেও পাচার করা হয়েছে বলে ধৃতরা জেরায় জানিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই গত দুদিনে তল্লাশি চলেছে মধ্য কলকাতা ও দক্ষিণ পশ্চিম কলকাতার দুটি নার্সিং হোমে। বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে আরও দুজন। এদের মধ্যে একজন বেহালা অঞ্চলের একটি নার্সিং হোমের কর্ত্রী, অন্যজন মধ্য কলকাতার কলেজ স্ট্রিট এলাকার একটি নার্সিং হোমের মালিক।
×