ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ২২:৪৬, ২৯ অক্টোবর ২০১৬

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় মমতাজ বেগম (৩০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার ভেলাগুড়ি গ্রামে। তার দু’টি সন্তান রয়েছে। আজ শনিবার সকালে পৌর এলাকার তালবাগ মহল্লায় অবস্থিত ‘সাভার সেন্ট্রাল হাসপাতাল’ এ ঘটনা ঘটে। নিহতের স্বামী জানান, শুক্রবার গভীর রাতে প্রসব ব্যাথা উঠলে সাভারের সাধাপুরের গোপেরবাড়ি এলাকার রাজমিস্ত্রি সানাউল্লাহর স্ত্রী মমতাজকে কয়েকজন নারী দালালের মাধ্যমে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে তার গর্ভপাত ঘটানো হয়। এ সময় তার একটি কন্যা সন্তান হয়। এরপর আর মমতাজের জ্ঞান ফিরেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই গৃহবধুকে মৃত ঘোষণা করে। ডাক্তার ভুল করে তার স্ত্রীর পেটের রক্ত নালীর একটি রগ কেটে ফেলেন। এজন্য তার স্ত্রী মৃত্যু হয়েছে।
×