ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

কেট বেকিনসেল ব্যস্ত হলিউডে

প্রকাশিত: ০৬:৩০, ২৭ অক্টোবর ২০১৬

কেট বেকিনসেল ব্যস্ত হলিউডে

পুরনো বাড়িতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে বসবাস অসম্ভব হয়ে পড়ে। তাই অনেকটা বাধ্য হয়ে স্বামী এবং ৫ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে শহর থেকে দূরে নিভৃত নির্জন পরিবেশে একটি বাড়িতে গিয়ে ওঠে গৃহবধূ ডানা। অনেক পুরনো হলেও বাড়িটি বেশ পছন্দ হয় গোটা পরিবারের। কিন্তু এ বাড়িতে থাকতে গিয়ে ডানা প্রতিদিন বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করে। পুরনো চাবি দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষের দরজা খুলে ভেতরে ঢোকার পর ভৌতিক সব ঘটনা ঘটতে শুরু করে। একপর্যায়ে ডানা একটি অন্ধকার ঘরে ঢোকার পর আপনাআপনি দরজা বন্ধ হয়ে যায়। অতিপ্রাকৃত ঘটনাগুলোর মাধ্যমে পুরনো এই বাড়ির অনেক অজানা অধ্যায় উন্মোচিত হতে থাকে। তেমনি গল্পের হলিউডি হরর সিনেমা মুক্তি পেয়েছে সম্প্রতি ‘দ্য ডিসএ্যাপয়েন্টমেন্টস রুম’। এ ছবির কেন্দ্রীয় চরিত্র ডানার ভূমিকায় অভিনয় করেছেন কেট বেকিনসেল। ২০০৩ সাল থেকে ৪৩ বছর বয়সী এই ইংরেজ অভিনেত্রীকে এর আগে দর্শক আন্ডারওয়ার্ল্ড ফিল্ম সিরিজের সেলেন চরিত্রে দেখে আসছেন । তবে সাড়া জাগানো অনেক এ্যাকশন সিনেমা যেমন, ভেন হেলসিভ ‘হোয়াইট আউট’, ‘কন্ট্রাব্যান্ড’ এক ‘টোটাল রিকল’ এ তার উপস্থিতি দর্শকদের আলোড়িত করেছে বিভিন্ন সময়ে। অক্সফোর্ডের তুখোড় ছাত্রী কেট বেকিনসেল সিনেমায় অভিনয় করতে এসে নিজেকে বিচিত্ররূপ তুলে ধরেছেন । ওয়্যার ড্রামামুভি ‘পার্লা হারবার’ রোমান্টিক কমেডি ‘সারেনডিপিটি’ কিংবা বক্স অফিস কাঁপানো ‘দ্য এভিয়েটর’ এবং ‘ক্লিক’এর ছবিতেও তিনি নিজের চমৎকারিত্ব ফুটিয়ে তুলেছেন। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে জন্ম তার। বাবা মায়ের একমাত্র সন্তান কেট। বাবা মা দু’জনেই ছিলেন অভিনয় শিল্পী। মাত্র ৪ বছর বয়সে টিভিপর্দায় অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়েছিল। যখন তার বয়স মাত্র পাঁচ, অভিনেতা বাবাকে হারান। এরপর মা একজন চিত্রপরিচালককে বিয়ে করে নতুন করে সংসার শুরু করেন। কেটের শৈশব কৈশোর কেটেছে নানা সংগ্রামের মধ্য দিয়ে। অনেক প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি। তখন থেকেই মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। একজন অভিনেত্রী হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছার স্বপ্ন দেখতেন। সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মেলা টিভি সিরিজে অভিনয় করেছেন কেট বেকিনসেল। এর মধ্যে ওয়ান এগেইনস্ট দ্য উইন্ড’ ‘র‌্যাচেলস ড্রিম’ ‘এমা’ ‘এ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’ প্রভৃতির কথা বলা যায়। একপর্যায়ে ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করতে করতে নিজের ওপর আস্থা অনেকটা বেড়ে যায়। হলিউডের ছবিতে কাজ করার ইচ্ছে জেগে ওঠে মনে। নিজের যোগ্যতায় এক সময় আমেরিকান সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে যান কেট বেকিনসেল। ১৯৯৩ থেকে এ পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মাচ অ্যাডো এ্যাবাউট নাথিং’ ‘আনকাভারড’ প্রিন্স অব জুটল্যান্ড, হন্টেড’ শূটিং ফিস, ‘দ লাস্ট ডেজঅব ডিসকো’ ‘পার্ল হারবার’ ‘দ্য গোল্ডেন রোল’ দ্য এভিয়েটর, ডেন হেরসিঙ ক্লিক’ ‘স্নো এ্যাঞ্জেলস’ ‘দ্য ফেস অব এন এ্যাঞ্জেল’ ‘এ্যাবসল্যুটলি নাথিং’ ‘লাভ এ্যান্ড ফ্রেন্ডশিপ’ প্রভৃতি ছবিতে কেট নিজেকে তুলে ধরেছেন বিচিত্র রূপে। বিশেষ করে ‘আন্ডারওয়ার্ল্ড’ সিরিজের ছবিগুলো তাকে দর্শকদের খুব কাছাকাছি নিয়ে গেছে। যেখানে সেলেন চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে তার নিখুঁত অভিনয়ে। এ্যাকশন ঘরানার সিনেমায় বেশি অভিনয় করেছেন তিনি। সায়েন্স ফিকশন এ্যাকশন ছবি টোটাল রিকল এ বেকিনসেল খলনায়িকা সেজে চমক সৃষ্টি করেন। এক ধরনের রোলে কিংবা একই মেজাজের সিনেমায় নিজেকে কখনও সীমাবদ্ধ রাখেননি। ফলে দর্শকদের কাছে একজন সক্ষম যোগ্য অভিনেত্রী হিসেবে পরিচিত গড়ে উঠেছেন স্রেফ অভিনেত্রী হিসেবেই নয় একজন চিত্রনাট্যকার হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি ‘দ্য চকোলেট মানি’ বই অবলম্বনে চিত্রনাট্য লেখার কাজ হাত দিয়েছেন কেট বেকিনসেল। এ কাজে ছোটবেলার বান্ধবী এমা ফরেস্টের সাহায্য নিচ্ছেন তিনি। ২০১৬ সালে কেট অভিনীত তিনটি সিনেমা আসছে দর্শকদের সামনে, এর মধ্যে ‘লাভ এ্যান্ড ফ্রেন্ডশিপ’ ছবিটি রোমান্টিক কমেডি ধাঁচের। গত জানুয়ারিতে সানভেন্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার রয়েছে ছবিটির। দ্য ডিসএ্যাপয়েন্টমেন্টস রুম ছবির পর আসছে আন্ডারওয়ার্ল্ড সিরিজের নতুন ছবি ব্লাড ওয়্যারস। মূলত আন্ডারওয়ার্ল্ড সিরিজের বাধা অভিনেত্রী হিসেবে কেট তার আলাদা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন, কিন্তু এরপরও তিনি আন্ডারওয়ার্ল্ড ওম্যান হিসেবে নিজেকে বন্দী রাখতে রাজি নন। অন্ডারওয়ার্ল্ড সিরিজের ছবিগুলোর বাইরেও নানা স্বাদের বিভিন্ন ধরনের সিনেমায় নায়িকা চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রমাণ করে এ্যাকশন ইমেজের বলয়ে আবদ্ধ রাখার পক্ষপাতী নন কেট বেকিনসেন।
×