ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্নীর পথেই গেল আরাফাত

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ অক্টোবর ২০১৬

মুন্নীর পথেই গেল আরাফাত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরের স্কুলছাত্রী মুন্নী আক্তারের পর তার অভিযুক্ত হত্যাকারী স্কুলছাত্র আরাফাত আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রের নাম আরাফাত হোসেন সরকার (২৩)। সে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার পরিবহন শ্রমিক নেতা আতাউর রহমানের ছেলে। কালিয়াকৈর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈরে স্কুলছাত্রী মুন্নী হত্যায় অভিযুক্ত আরাফাত সরকারের লাশ বুধবার একই উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় তার ফুফুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তার লাশ সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোন এক সময় সে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার কুতুবদিয়া এলাকায় নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো শহীদুল ইসলামের মেয়ে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নী আক্তার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মুন্নীর স্বজনদের অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার পথে স্কুল ছাত্রী মুন্নীকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত আরাফাত। এ কারণে মেয়েটির লেখাপড়া বন্ধের উপক্রম হয় এবং কিছুদিন স্কুলে যাওয়া বন্ধ রাখে। সম্প্রতি সে স্কুলে যাওয়া শুরু করলে ছেলেটি আবারও উত্ত্যক্ত শুরু করে। এর জের ধরে মঙ্গলবার মেয়েটি নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নিয়মিত উত্ত্যক্ত করায় মুন্নীর আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরাফাতের বিরুদ্ধে নিহতের পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করেন। মুন্নির লাশ উদ্ধারের পর পরই আরাফাত পার্শ্ববর্তী রতনপুর গ্রামে তার ফুপুর বাড়িতে পালিয়ে যায় এবং সেখানেই সে আত্মহত্যা করে। লিপু হত্যার বিচার দাবিতে রাবিতে মৌন মিছিল রাবি সংবাদদাতা ॥ বুধবার দুপুর ১২টা। ভর্তিচ্ছুদের ভিড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের সড়কগুলোতে তিল ধারনের জায়গা নেই। এর মধ্যেই সেই ভিড় ঠেলে মৌন মিছিল বের করে অর্ধশতাধিক শিক্ষার্থী। সবার গায়ে কালো টি-শার্ট। শার্টের সামনে লেখা ‘লিপু হত্যার বিচার চাই’। আর পেছনে লাল রক্তের ছোপের ভেতরে নির্মম হত্যাকা-ের শিকার মোতালেব হোসেন লিপুর অসহায় মুখ। নিচে প্রশ্নবোধক চিহ্নে লেখা ‘এর পর কে?’ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার চেয়ে তার সহপাঠী এবং বিভাগের শিক্ষার্থীরা পালন করে এই ব্যতিক্রমী কর্মসূচী। ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে মৌন মিছিল করে তারা। এই অভিনব প্রতিবাদ ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরও নাড়া দিয়েছে। লিপু হত্যার বিচারের দাবিতে তাদের অনেকেই একাত্মতা জানান। প্রসঙ্গত, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের নর্দমা থেকে লিপুর রক্তাক্ত বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। বদরুলের দ্রুত বিচার দাবিতে গণস্বাক্ষর স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ খাদিজা আক্তার নার্গিসের হত্যা চেষ্টাকারী বদরুলের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে বুধবার সিলেট সরকারী মহিলা কলেজে স্বাক্ষর সংগ্রহ করা হয়। নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য লক্ষ্মী পালের নেতৃত্বে স্বাক্ষর সংগ্রহে উপস্থিত ছিলেন নমিতা রায় নমি, তানজিনা, ফারিহা, রাশি ও ঝুমা। কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা স্বাক্ষর দিয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এদিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। জ্ঞান ফিরে আসা স্বজনদের চেনা ও মা-বাবকে ডাকাসহ নানাভাবে তার শারীরিক উন্নতির বিষয়টি সবাইকে আশ্বস্থ করছে। ভারতীয় প্রতিনিধি দলের লালনশাহ সেতু এলাকা পরিদর্শন স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ভারতের কেন্দ্রীয় পানি উন্নয়ন কমিশনের প্রধান ভুপাল সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার দুপুরে পাকশী লালনশাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রীজ এলাকা পরিদর্শন করেছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হাইবাকী সহ উচচ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা নদীর পাংসা এলাকায় গঙ্গাব্যারেজ নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাঁরা পরিদর্শনে আসেন।
×