ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

প্রতিবন্ধী কিশোরের দুর্দান্ত সাফল্য

প্রকাশিত: ০৬:০০, ২০ অক্টোবর ২০১৬

প্রতিবন্ধী কিশোরের দুর্দান্ত সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০১৬’র দ্বিতীয় পর্ব বাছাই বুধবার সকালে ঢাকার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপেক্সে শুরু হয়েছে। প্রতিযোগিতায় ১১ বছর বয়সী পল্লব কুমার কর্মকার এক পা না থাকার পরও দ্বিতীয় পর্বে অংশ নিয়ে তার বিভাগে সফলতার সাথে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। সে এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবতলা থেকে। সে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এর আগে দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত প্রাথমিক বাছাই প্রতিযোগিতার মাধ্যমে ১২৭৫ সাঁতারু দ্বিতীয় পর্বে উন্নীত হয়। বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে ২৭৪ ছেলে এবং ৬৫ মেয়েসহ ৩৩৯ সাঁতারু প্রতিযোগী অংশ নেয়। এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজসহ নৌবাহিনীর অন্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ৩ মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জন থেকে সেরা ৬০ সাঁতারুকে বেছে নেয়া হবে। এদের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। এই ৬০ সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দেবে এবং তাদের বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি ইভেন্টের চূড়ান্তভাবে বিজয়ী সেরা ৪ নারী এবং ৪ পুরুষ সাঁতারুকে ৫ লাখ করে টাকা দেয়া হবে। এই সেরা সাঁতারুদের লেখাপড়ার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার বহন করবে সুইমিং ফেডারেশন। শেখ রাসেল স্কুল টিটি স্পোর্টস রিপোর্টার ॥ শেখ রাসেল স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার বালক দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও কোয়ান্টাম কসমো স্কুল। বালিকা দলগত বিভাগের ফাইনালে উঠেছে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মডেল স্কুল। আজ দু’বিভাগেরই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বুধবার ইডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের সেমিফাইনালে বিকেএসপি ৩-০ সেটে পগজ স্কুল, ঢাকাকে এবং কোয়ান্টাম কসমো স্কুল একই ব্যবধানে ৩-০ সেটে কাফকো স্কুল চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। অন্যদিকে বালিকা বিভাগে নড়াইল সরকারী বালিক উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে পাবনা টেকনিক্যাল স্কুলকে এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ৩-০ সেটে স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এছাড়া বালিকা বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল ৩-১ সেটে পাবনা টেকনিক্যাল স্কুলকে হারিয়ে দেয়। সহসা ফেরা হচ্ছে না এ্যান্ডারসনের স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির জন্য বাংলাদেশে চলমান সিরিজে নেই ইংলিশ তারকা পেসার জেমস এ্যান্ডারসন। আসন্ন ভারত সফরের প্রথম টেস্টেও তার ফেরার সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এ্যালিস্টার কুক। তিনি বলেন, ‘জিমি ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলার জন্য মোটেই প্রস্তুত নয়। এ সময়ে সে দেশেই ট্রেনিং সেশন করবে। আগামী এক সপ্তাহ বা তার বেশি সময় পর একটি সিদ্ধান্ত নেয়া হবে। আমি ওর সঙ্গে গত রাতেও (মঙ্গলবার) কথা বলেছি। সে ভালভাবে ট্রেনিং করছে, আস্তে আস্তে শারীরিকভাবে ফিট হয়ে উঠছে। কিন্তু এখনও বোলিং করতে পারছে না। বল হাতে দৌড়াতে গেলে সমস্যা হচ্ছে, যেটা আগেও ছিল। হয়তো ভারত সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে।’ কাঁধের ইনজুরিতে বাংলাদেশ সফর থেকে ছিটকে যান ইংল্যান্ড ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি এ্যান্ডারসন। ইংল্যান্ডের জার্সিতে ১১৯ টেস্টে ৪৬৩ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী তুখোড় এই পেসার। চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-বাংলাদেশ প্রথম টেস্ট। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) শেষে ভারতে উড়াল দেবে ইংলিশরা। রাজকোটে আগামী ৯ নভেম্বর দীর্ঘ পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বিরাট কোহলিদের মুখোমুখি হবে সফরকারীরা। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলবে দু’দল। ফাইনালে চেচিয়াবাধা বিদ্যালয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’ প্রতিযোগিতায় জামালপুর জেলায় বালক বিভাগে চেচিয়াবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে ওঠেছে। বুধবার জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে সরিষাবাড়ী উপজেলার বিদ্যালয় সদর উপজেলার কানিল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে চেচিয়াবাধা বিদ্যালয় ও মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর সন্ধ্যাজান সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হতে লড়বে।
×