ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ শামসুল হক স্মরণে মিলন কান্তি দে’র একক আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ অক্টোবর ২০১৬

সৈয়দ শামসুল হক স্মরণে মিলন কান্তি দে’র একক আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। ঐ দিন সন্ধ্যায় কবির ২০টি কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট যাত্রানট ও লেখক মিলন কান্তি দে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি থাকবেন আবৃত্তিকার ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও প্রাবন্ধিক-গবেষক ড. আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য নাট্যজন আতাউর রহমান। আবৃত্তির জন্য নির্বাচিত কবিতাগুলো হলো- ‘আমার পরিচয়’, ‘নূরল দিনের সারাজীবন’, ‘প্রস্তাবনা’, ‘পরাণের গহিন ভিতর’, ‘মধুসূদন রূপে অমলেন্দু বিশ্বাসকে দেখে’, ‘মুছে ফেল মিছে অশ্রু তোমার’, ‘পহেলা মার্চ ১৯৭১’, ‘কে তাকে উত্তর দেবে’, ‘গেরিলা’, ‘ব্রহ্মপুত্রের প্রতি’, ‘এই বর্তমান’, ‘স্বাধীনতা’, ‘আর কত রক্তের দরকার হবে’, ‘পঁচিশ মার্চ ১৯৮৮’, ‘ফিরে এসো বাংলাদেশ’, ‘বুঝে নিন তবে’, ‘মহোদয়গণ’, ‘দৃশ্য বদল হচ্ছে’, ‘শামসুর রাহমান: আপনার পঞ্চাশতম জন্মদিনে’, ‘নিজেকে ঠিক তোমার জন্যে’, ‘সমাধি ফলক’, ‘রোগ শয্যায়’ প্রভৃতি। এ ছাড়াও মিলন কান্তি দে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করবেন বলে জানা গেছে।
×