ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যান গগের চিত্রকর্ম উদ্ধার

প্রকাশিত: ০৬:১৬, ১ অক্টোবর ২০১৬

ভ্যান গগের চিত্রকর্ম উদ্ধার

প্রখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের চুরি যাওয়া দুটি চিত্রকর্ম উদ্ধার করেছে ইতালির পুলিশ। ১৪ বছর আগে আমস্টারডামের দ্যা ভান গগ জাদুঘর থেকে চিত্রকর্ম দুটি চুরি হয়ে গিয়েছিল। ইতালির পুলিশ সম্প্রতি অভিযান চালিয়ে নেপলসের মাফিয়াদের কবল থেকে চিত্রকর্ম দুটি উদ্ধার করে। শুক্রবার আমস্টারডামের দ্যা ভান গগ জাদুঘর কর্তৃপক্ষ এই চিত্রকর্ম দুটি উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ভ্যান গগ ১৮৮২ ও ১৮৮৪ সালে এই চিত্রকর্ম দুটি আঁকেন। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরের একজন দক্ষ কিউরেটর অনেক পরীক্ষা-নিরীক্ষা করে চিত্রকর্ম দুটি যে আসল তা প্রমাণ করেছেন। তারা বলেছেন, ভ্যান গগের আঁকা এই অমর সৃষ্টি দুটি দীর্ঘদিন আমাদের হাতছাড়া অবস্থায় থাকলেও এটি এখনও ভাল অবস্থায় রয়েছে। এই চিত্রকর্ম দুটির মূল্য কয়েক কোটি ডলার। ২০০২ সাল থেকে নেদারল্যান্ডসের পুলিশ চুরি যাওয়া এই চিত্রকর্ম দুটি ফেরত পেতে আন্তর্জাতিক তদন্ত শুরু করে। খবরে বলা হয়েছে, একদল দক্ষ চোর একটি মই ও রশি ব্যবহার করে চিত্রকর্ম দুটি সরিয়ে নেয়। অবশ্য এই কাজের সঙ্গে জড়িত সন্দেহে জেল খেটেছে দুইজন নিরপরাধ। চলতি বছরের জানুয়ারিতে দুইজন ড্রাগ মাফিয়াকে আটক করে ইতালির পুলিশ। ওই দুই মাফিয়া এই চিত্রকর্ম দুটির বিষয়ে পুলিশকে কিছু ক্লু দেয়। ওই ক্লুর ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধানের পর এটির খোঁজ মেলে। তবে চিত্রকর্ম দুটি ঠিক কবে আমস্টারডামে ফেরত আসবে তা নিশ্চিত নয়। Ñএএফপি
×