ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে স্বর্ণের দোকান থেকে ২০লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: ২৩:২৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

নাটোরে স্বর্ণের দোকান থেকে ২০লাখ টাকার মালামাল লুট

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের হালসায় বুধবার দিবাগত রাতে দুটি স্বর্ণের দোকানে নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ২০লাক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। এসময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ৪নৈশ প্রহরী। আহতরা হচ্ছে, নৈশ প্রহরী লালন হোসেন, আব্দুল হান্নান, ফজর আলী এবং আব্বাস আলী। আহতদের মধ্যে লালন হোসেন এবং আব্দুল হান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দোকানের মালিকরা জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ স্বশস্ত্র ডাকাতদল সদর উপজেলার হালসা বাজাররে মৌসুমী এবং জবেদা জুয়েলার্সের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে ট্রাক ভিড়িয়ে দোকান দুটি থেকে নগদ টাকা, স্বর্ণলংকার সহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এসময় বাজারের নৈশ প্রহরীরা বাধা দিতে আসলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় হালসা বাজার উন্নয়ন কমিটি প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে অবিলম্বে লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে জোর দাবী জানানো হয়।
×