ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইতিতে অ্যাফ্রো-ক্যারিবিয়ান সমকামীদের উৎসব বাতিল

প্রকাশিত: ১৯:২৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

হাইতিতে অ্যাফ্রো-ক্যারিবিয়ান সমকামীদের উৎসব বাতিল

অনলাইন ডেস্ক ॥ সরকারী বিরোধিতা এবং সহিংসতার আশংকায় হাইতিতে অ্যাফ্রো-ক্যারিবিয়ান সমকামীদের একটি উৎসব বাতিল করে দিয়েছেন আয়োজকেরা। রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের কমিশনার জ্যঁ ডানটন লেগের বলেছেন, সাধারণ মানুষের নৈতিকতা রক্ষার দায়িত্ব থেকেই এই উৎসব বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির একজন আইন প্রনেতা ঐ উৎসব বন্ধের আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত নিল সরকার। উৎসবের আয়োজকদের একজন জানিয়েছেন দেশটির সমকামীদের নানারকম বৈষম্য ও নিগ্রহের শিকার হতে হয়। সেই সঙ্গে উৎসবের ঘোষণা দেবার পর থেকেই সহিংস হামলার বহু হুমকি পেয়েছেন বলে জানাচ্ছেন আয়োজকেরা। তবে, সমকামী উৎসবের বিরোধিতাকারী আইন প্রনেতার যু্ক্তি হলো দেশের সাধারণ মানুষের মূল্যবোধে আঘাত করবে ঐ উৎসব। চারদিন ব্যপী উৎসবের অংশ হিসেবে শিল্প ও চলচ্চিত্র প্রদর্শনী করার কথা ছিল। হাইতিতে সমকামীদের বিরুদ্ধে কোন আইন নেই। সূত্র : বিবিসি বাংলা
×