ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০১৭ সালের মধ্যে মাথা প্রতিস্থাপন!

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬

২০১৭ সালের মধ্যে মাথা প্রতিস্থাপন!

মানব শরীরে ২০১৭ সালের মধ্যেই মাথা প্রতিস্থাপন করা সম্ভব হবে। পশু নিয়ে গবেষণার পর এমনটাই দাবি করেছেন ইতালীর বিজ্ঞানী সার্জিও ক্যানাভারো। এমন খবর প্রকাশের আগের সপ্তাহে সার্জিক্যাল নিউরোলজি ইন্টারন্যাশনাল নামের জার্নালে ক্যানাভারোর সম্পাদনায় তিনটি গবেষণা প্রকাশিত হয়েছে। নতুন কোন শরীরে একটি মাথা সংযুক্ত করতে বড় বাধা হচ্ছে স্পাইনাল কর্ডকে পুনরায় যুক্ত করা। এই বাধা পাড়ি দেয়া সম্ভব বলে দেখানো হয়েছে ওই গবেষণাপত্রগুলোতে জানিয়েছেন ওই বিজ্ঞানী। সমালোচকদের মতে, এই তিন গবেষণায় খুব একটা বেশি তথ্যউপাত্ত আর মানব শরীর নিয়ে পরীক্ষায় আগানোর মতো বিস্তারিত প্রমাণ নেই। কিন্তু এই পরীক্ষাগুলোর সঙ্গে সম্পৃক্ত দক্ষিণ কোরীয় দলটি জানিয়েছে, তারা এই পদ্ধতিতে একটি রাসায়নিক সমাধানের প্রমাণ দিয়েছেন। এটি স্পাইনাল কর্ডে ইনজেক্ট করার মাধ্যমে ছিন্ন হওয়া নিউরনগুলো পুনরায় যুক্ত করা যেতে পারে বলে দাবি তাদের। ক্যানাভারোর বিশ্বাস, ২০১৭ সালের মধ্যে এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবেন তিনি।-দৈনিক ইন্ডিপেনডেন্ট
×