ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাঙ্গেরির বিস্ফোরণ ছিল ঘরে তৈরি বোমার

প্রকাশিত: ০৪:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬

হাঙ্গেরির বিস্ফোরণ ছিল ঘরে তৈরি বোমার

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিস্ফোরণটি ঘরে তৈরি বোমার ছিল বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতের এ ঘটনায় এক সন্দেহভাজনকে ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। বুদাপেস্টের কেন্দ্রীয় এলাকা অক্টোগন স্কয়ারে চালানো এ বোমা হামলায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ২০ থেকে ২৫ বছর বয়সী একজন পুরুষ, তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি (১৭০ সেন্টিমিটার) বলে প্রকাশিত বর্ণনায় বলা হয়েছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন হাঙ্গেরির পুলিশপ্রধান ক্যারোলি পাপ। আহত দুই পুলিশ কর্মকর্তার মধ্যে ২৩ বছর বয়সী নারী পুলিশ কর্মকর্তার আঘাত গুরুতর ছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। তার সহকর্মী ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তার অবস্থাও স্থিতিশীল। -বিবিসি শান্তিচুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে ॥ সান্তোস কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, ফার্ক বিদ্রোহী গেরিলাদের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণে দেশের সক্ষমতা অর্জিত হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সান্তোস বলেন, যুদ্ধ সবসময় শান্তির চেয়ে বেশি ব্যয়বহুল। পাঁচ দশকেরও বেশি সময়ের সংঘাত কাটিয়ে ওঠতে কলম্বিয়ান সমাজের দীর্ঘ সময় লাগবে। আমরা গত ২৩ বছর ধরে প্রতিবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ২-৩ শতাংশ বেশি অর্জন করতে পারতাম। গৃহযুদ্ধ কলম্বিয়ান সমাজেরও ওপর গভীর প্রভাব ফেলেছে। আমরা এমনকি আমাদের সহানুভূতিও হারিয়ে ফেলেছি, যা আমাদের অন্যদের দুঃখ বোঝার সক্ষমতা যোগায়। ৫০ বছরের যুদ্ধ কোন দেশের অনেক মূল্যবোধ ধ্বংস করে দেয়। প্রেসিডেন্ট সান্তোস ও রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) গেরিলা নেতা তিমোলিওন জিমেনেজ (যিনি তিমোচেনকো নামে পরিচিত) সোমবার ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করেন। ফার্কের নৃশংসতার শিকারে পরিণত হয়েছিল এমন অনেক পরিবারকে শান্তি প্রক্রিয়াতে গ্রহণ করা হয়। -বিবিসি
×