ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসেজিং এ্যাপ এ্যালো প্রকাশ করল গুগল

প্রকাশিত: ০৬:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মেসেজিং এ্যাপ এ্যালো প্রকাশ করল গুগল

অবশেষে সার্চ জায়ান্টের সেই বহুল উপেক্ষিত মেসেজিং এ্যাপ এ্যালোর আনুষ্ঠানিক প্রকাশ হলো। কিছুদিন আগে ‘ডুয়ো’ নামে আরেকটি এ্যাপ উন্মুক্ত করে গুগল। যেবার প্রাধান্য পেয়েছিল ভিডিও, আর এবার এ্যালোতে মেসেজিংয়ের পাশাপাশি ফটো, অডিও মেসেজ, স্টিকারস ব্যবহার, স্ন্যাপচ্যাটের মতো ছবির ওপর আঁকাসহ স্থান সম্পর্কিত তথ্য পাঠানোর সুবিধা থাকছে। এতে মেসেজগুলো এনক্রিপটেড থাকবে না তবে গোপনীয়তা রক্ষায় থাকছে বিশেষ মোড। এছাড়া মেসেজগুলো কত দিন পর্যন্ত থাকবে বা কত সময়ের মধ্যে মুছে যাবে তাও নির্ধারণ করে দেয়া যাবে। এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোরে গিয়ে এ্যাপটি ইন্সটল করতে হবে। প্রথমবার এ্যাপটি চালু করতে গেলে এটি ব্যবহারকারীকে গুগল ডুয়োর মতো ফোন নম্বর ভেরিফাই করতে বলবে। ভেরিফিকেশনের পর এ্যাপটি প্রোফাইল পিকচার এবং নাম দিতে বলবে। এ্যালো ভেরিফিকেশনের জন্য এসএমএস ভেরিফিকেশন সার্ভারস স্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×