ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কনডেম সেলে রেডিওতে রায় শুনেছেন মীর কাশেম

প্রকাশিত: ০৫:৫৯, ৩১ আগস্ট ২০১৬

কনডেম সেলে রেডিওতে রায় শুনেছেন মীর কাশেম

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জামায়াত নেতা মীর কাশেম আলী তার দায়ের করা রিভিউ আবেদন খারিজের রায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বসেই শুনেছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামি মীর কাশেম আলী এই কারাগারে বন্দী রয়েছেন। মঙ্গলবার সকালে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ মীর কাশেম আলীর রিভিউ আবেদন খারিজের রায় প্রদান করে। সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের কনডেম সেলে বসেই তিনি রেডিওতে রায় শুনেছেন। তিনি বর্তমানে কারাগারে স্বাভাবিক ও সুস্থ আছেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করছেন। ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর মীর কাশেম আলীর জন্ম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে। ডাক নাম পিয়ারু ওরফে মিন্টু। বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন ছোট বেলায়। সেখানে জড়িত হন ইসলামী ছাত্রসংঘের রাজনীতিতে। ১৯৭১ সালের ৭ নবেম্বর পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন তিনি। ১৯৭৭ সালে নাম বদল করে তার নেতৃত্বে ইসলামী ছাত্রশিবির হিসেবে আত্মপ্রকাশ করে এ সংগঠনটি। তিনি হন প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তীতে যোগ দেন জামায়াতে ইসলামীতে।
×