ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ১ আগস্ট ২০১৬

ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান ॥ প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বন্যাকবলিত এলাকায় শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ উজান থেকে নামা ঢল ও বৃষ্টির পানিতে দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলা এখন ভাসছে বানের পানিতে। বন্যাকবলিত জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ ও রাজশাহী। রবিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা- ২০১৬’ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানেও বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সম্প্রতি একটু বন্যা শুরু হয়েছে। বন্যাটা খুব স্বাভাবিক আমাদের দেশে। তবে মাঝে মাঝে বন্যা খুব বেশি বড় আকারে আসে। কাজেই বন্যাদুর্গত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বন্যার ফলে মানুষের যাতে ক্ষতি না হয় সে জন্য যথাযথ পদক্ষেপ নেয়া প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নদীগুলো ড্রেজিং করা, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, তার প্রবাহ যাতে ঠিক থাকে সে ব্যবস্থাÑ এ ধরনের কর্মসূচী আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২৯ জুলাই পর্যন্ত বন্যায় তিন লাখ ৯৩ হাজার ৪৯৬ পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ মানুষ; ৯ হাজার ৩১৪টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সরকারী রিপোর্টে বলা হয়, এসব জেলায় বন্যায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সাড়ে ৫ কোটি টাকা এবং ১৩ হাজার টন চাল বরাদ্দ দিয়েছে।
×