ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টম লাথামের সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জুলাই ২০১৬

টম লাথামের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ টম লাথামের সেঞ্চুরিতে বুলাওয়ে টেস্টের শুরুতেই চলছে নিউজিল্যান্ডের দাপট। প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুইয়েকে ১৬৪ রানে (৭৭.৫ ওভার) গুটিয়ে দেয়ার পর শুক্রবার দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় ৭৫ ওভারে ২৪৬ রান তুলে নিয়েছে কিউইরা। উইকেট পড়েছে মাত্র দুটি। ফেরার আগে ১০৫ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন ওপেনার লাথাম। ১৯তম টেস্টে বাঁহাতি ব্যাটসম্যানের এটি চতুর্থ সেঞ্চুরি। ২০৯ বলে ১২ চার দিয়ে ইনিংসটি সাজিয়েছেন তিনি। অন্যদিকে তারকা ওপেনার মার্টিন গাপটিল আউট হন ৪০ রান করে। অধিনায়ক কেন উইলিয়ামসন ৭৭ ও অভিজ্ঞ রস টেইলর ৮ রান নিয়ে ব্যাট করছিলেন। বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে অতিথিরা। ৬৫ ওভারে ২ উইকেট হারিয়ে আরও ২১৪ রান যোগ করে উইলিয়ামসনের দল। তাদের শুরুটা ফেবারিটের মতোই। জিম্বাবুইয়েকে সহসা অলআউট করতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেইল ওয়াগানরের। ক্যারিয়ারসেরা (২০.৫-৮-৪১-৬) বোলিং করেছেন বাঁহাতি ফাস্ট বোলার। দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার। জিম্বাবুইয়ের সর্বোচ্চ স্কোরার ডোনাল্ড ত্রিপানো। ৪৯* দশ নম্বরে নেমে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। আগে যেটি ছিল পল স্ট্র্যাংয়ের দখলে (৪২ রান ১৯৯৬, পাকিস্তানের বিপক্ষে)।
×