ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৭, ২৮ জুলাই ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৬. ‘সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে’ - এ কথার অন্তর্নিহিত অর্থ হলো, সাহিত্য পড়ে আমরা- র. আলোকিত মানুষ হব রর. রুচিঋদ্ধ মানুষ হব ররর. পরিপূর্ণ মানুষ হব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ‘আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পান্ডের, গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর’ - লেখকের এ উক্তিটির মধ্য দিয়ে ফুটে উঠেছে- র. মানবতা রর. সততা ও কর্তব্যনিষ্ঠা ররর. ধর্মনিরপেক্ষতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৮. সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে কোনটি? ক) তৎসম শব্দ খ) অর্ধ-তৎসম শব্দ গ) তদ্ভব শব্দ ঘ) বিদেশি শব্দ ৩৯. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি প্রায় কত বছর আগে লেখা? ক) দু’শ বছর খ) আড়াইশ বছর গ) তিনশ বছর ঘ) সাড়ে তিনশ বচর ৪০. একটি লাভ বার্ডকে খাঁচা থেকে ছেড়ে দিয়ে দেখা গেল সেটি খুব বেশি দূর যেতে পারল না। সন্ধ্যাবেলা খাবার দেয়ার সময় সে মুক্তির স্বাদ না পেয়ে পুনরায় খাঁচার কাছে চলে এলো। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে লাভ বার্ডটি কার সাথে তুলনীয়? ক) মুক্তচিন্তার মানুষ খ) কারারুদ্ধ আহারতৃপ্ত গ) ক্ষুৎপিপাসার মানুষ ঘ) খোলা আকাশের পক্ষী ৪১. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেন জাহানারা ইমামের কোন সন্তান? ক) প্রথম সন্তান খ) দ্বিতীয় সন্তান গ) তৃতীয় সন্তান ঘ) চতুর্থ সন্তান ৪২. মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের অপামর জনতাকে সম্মোহিত করেছিল? ক) স্বদেশপ্রেম খ) বুকভরা স্নেহ গ) নির্লোভ মন ঘ) সন্ন্যাসীভাব ৪৩. গঙ্গা-যমুনা খেলায় ব্যবহার করা হয়- ক) মার্বেল খ) লাঠি গ) খাপরা ঘ) নাটা ফল ৪৪. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর নববর্ষ উদযাপিত হতো- ক) পরম উৎসাহে খ) পরম আনন্দে গ) প্রতিবাদী মনোভাব নিয়ে ঘ) বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ৪৫. ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে মুখুয্যে গৃহকর্ত্রীর মৃতদেহ আচ্ছাদিত করে দিল কারা? ক) ছেলেরা খ) মেয়েরা গ) বধূরা ঘ) জামাইরা ৪৬. কবীর চৌধুরী অধ্যয়ন করেছেন- র. ঢাকা বিশ্ববিদ্যালয় রর. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ররর. মিনেসোটা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ক) কলকাতায় খ) শান্তি নিকেতনে গ) উড়িষ্যায় ঘ) ব্রিটেনে ৪৮. ‘গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাবারই অবকাশ পাইনি’ - এখানে কোন নেশার কথা বলা হয়েছে? ক) বাগান করার নেশা খ) বই পড়ার নেশা গ) রান্না করার নেশা ঘ) পাঠদানের নেশা * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : ফটিক আবার বিড় বিড় করিয়া বকিতে লাগিল। বলিল, ‘মা, আমাকে মারিস নে, মা। সত্যি বলছি, আমি কোন দোষ করিনি।’ ৪৯. আকারে ছোট বলে ছোটগল্পে সম্ভব নয়- র. বহু ঘটনা সমাবেশ রর. বহু পাত্র-পাত্রীর ভিড় ররর. ঘটনার পঙ্খানুপুঙ্খ উপস্থাপন নিচের কোনটি সঠিক? ক) বেয়াড়াপনা খ) মাতৃভক্তি গ) স্নেহের আকুলতা ঘ) অন্যায় আবদার ৫০. অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালি কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×