ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

র‌্যাবের তালিকা জঙ্গী হিসেবে নয়, নিখোঁজ হিসেবেই

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ জুলাই ২০১৬

র‌্যাবের তালিকা জঙ্গী হিসেবে নয়, নিখোঁজ হিসেবেই

স্টাফ রিপোর্টার ॥ জ্ঙ্গী সন্দেহে ঘোষিত তালিকা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। ২৬১ জনের তালিকা জঙ্গী হিসেবে নয়, নিখোঁজ হিসেবেই প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার রাজধানীর গুলশান-২ গোল চত্বরে ‘জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ সচেতনতামূলক প্রচারবিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, নিখোঁজদের তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই জঙ্গী নয়। তবে এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। হালনাগাদের পর ৬৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের কেউ জঙ্গী কর্মকা-ে জড়িত আছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। যখন আমরা উপযুক্ত প্রমাণ পাবো তখনই তাদের জঙ্গি বলা হবে। ‘জঙ্গী উৎস নির্মূল কর, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়- দেশবাসীর আহ্বান, জঙ্গীবাদের অবসান,’ সহ বিভিন্ন সেøাগান, লিফলেট, জঙ্গীবিরোধী প্রচারণামূলক ব্যানার দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রচারণা চালাচ্ছে র‌্যাব। শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে জঙ্গীরা ছড়িয়ে পড়ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সচেতনতামূলক প্রচার চালানো হবে। হলি আর্টিজান বেকারিতে হামলার পর থেকে সারাদেশে জঙ্গীবিরোধী অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদস্যরা। একইসঙ্গে সচেতনতামূলক প্রচার চলছে। গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলার ঘটনায় মামলার অগ্রগতি কী? জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত শেষ হলেই বলা যাবে। তবে এ মামলার অনেক দূর অগ্রগতি হয়েছে।
×