ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:০২, ২৬ জুলাই ২০১৬

অন্যরকম

নগর প্রতিরক্ষা পরিখা আইএসের কাছ থেকে দখলে নেয়ার পর ফালুজার চারপাশ ঘিরে নগর প্রতিরক্ষা পরিখা তৈরি করছে ইরাকের সেনাবাহিনী। এর ফলে শহরটিতে ঢোকা এবং বের হওয়ার একটিই মাত্র পথ থাকবে বলে সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। ১১ কিলোমিটার দীর্ঘ পরিখাটি প্রায় ৮৫ হাজার জন অধ্যুষিত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।-ফক্স হাঙ্গরের অভয়ারণ্য মালয়েশিয়ার সাবাহ প্রদেশের মেরিন পার্কগুলো হাঙ্গরের ছয়টি অভয়ারণ্য তৈরি করছে। ব্যাপক নিধনের ফলে বিভিন্ন প্রজাতির হাঙ্গরের অস্তিত্ব এখন হুমকির মুখে। রাজ্য পর্যটন ও বন্য প্রাণী সংরক্ষণ মন্ত্রী অভয়ারণ্য তৈরির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, এই পার্ক হাঙ্গর সংরক্ষণ বিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি এটি শিক্ষামূলক উদ্দেশ্যেও ব্যবহার করা হবে। অভয়ারণ্য গড়তে স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতা করেছে বলে তিনি জানিয়েছেন। -এশিয়া ওয়ান গ্যাস্ট্রোনট আইসক্রিম এই আইসক্রিম খেতে খেতে গলে গিয়ে কাপড়ে পড়বে না। অর্গানিক এই আইসক্রিম অন্যসব আইসক্রিমের চেয়ে বেশ ভিন্ন। হাত দিয়ে এটি ভেঙ্গে খাওয়া যাবে। অর্থাৎ চাইলে বিস্কুটের মতো টুকরো টুকরো করেও খেতে পারবেন। তাই বলে এর স্বাদ যে ভিন্ন হবে তা নয়। এটি বিশ্বের প্রথম ফ্রিজ ড্রায়েড আইসক্রিম যেটি তীব্র গরমেও গলবে না। মেক্সিকোর একটি কোম্পানি আইসক্রিমটি বাজারে এনেছে। -মিরর
×