ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে ৪৫০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৩, ১৫ জুলাই ২০১৬

ডিএসইতে ৪৫০ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসইতে ৪৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৬৩ কোটি ৪৫ লাখ টাকার বা ১৬ শতাংশ লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৩৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনটিতে বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। দিনটিতে ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ইসলামী ব্যাংকেরই ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে নতুন তালিকাভুক্ত বা এন ক্যাটাগরির শেয়ারের মোট ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শুধু মাত্র একমি ল্যাবরেটরিজেরই ৩৯ কোটি টাকা লেনদেন হয়। সকালে সূচকের উর্ধগতি দিয়ে উভয় বাজারেই লেনদেন শুরু হয়। এরপরে সূচকের ওঠানামা চলতে থাকে। সারাদিন ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে। দিনটিতে একমির বেশি লেনদেন হলেও খাতওয়ারি লেনদেনের শীর্ষে ছিল জ্বালানি এবং শক্তি খাতটি। সারাদিনে খাতটির মোট ৬৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৬.৪৭ ভাগ। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিনে খাতটির মোট ৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৫.২৬ ভাগ। মোট ৪৯ কোটি টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, মবিল যমুনা বিডি, এসিআই ফর্মুলেশন, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট ও স্কয়ার ফার্মা। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এসএম লেকচার মিউচ্যুয়াল ফান্ড, জেমিনি সী ফুড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, লিব্রা ইনফিউশন, একমি ল্যাবরেটরিজ, পপুলার ১ম মিউচ্যুয়াল ফান্ড, বঙ্গজ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস ও জনতা মিউচ্যুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সামাতা লেদার, নিটল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, কে এ্যান্ড কিউ, আইসিবি এমপ্লয়ীজ, এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স ও ৮ম আইসিবি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, ডরিন পাওয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফর্মুলেশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, জনতা মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট ও শাহজিবাজার পাওয়ার।
×