ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাচীন পৃথিবীর ছিল একাধিক মেরু

প্রকাশিত: ০৬:১০, ২৯ জুন ২০১৬

প্রাচীন পৃথিবীর ছিল একাধিক মেরু

অবিশ্বাস হলেও সত্য প্রাচীন পৃথিবীর একাধিক চৌম্বক মেরু ছিল। বর্তমানে আমরা যেমনটি দেখি যে উত্তর ও দক্ষিণ মেরু নামে পৃথিবীর দুটো মেরু রয়েছে। এখন থেকে ৬০-৭০ কোটি বছর আগে সেরকম ছিল না। প্রাচীন শিলা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রাচীন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রগুলোও এখনকার মতো ছিল না। নিউ প্রোটেরোজয়িক যুগে (৫০ থেকে ১০০ কোটি বছর আগে) পৃথিবী এখনকার মতো দ্বিমেরু বিশিষ্ট ছিল না। কার্নেগি ইনস্টিটিউশন অব সায়েন্সের ভূতত্ত্ববিদ পিটার ডিসক্রল প্রাচীন শিলাসমূহ বিশ্লেষণ করে এখন থেকে প্রায় সাড়ে চার শ’ কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীর একটি তাপীয় তথ্যপঞ্জী তৈরি করেছেন। এ ক্ষেত্রে তিনি থ্রি ডি ডায়নামো সিমুলেশন ব্যবহার করেন। তার এই গবেষণা থেকে আদি অবস্থায় উষ্ণ ও গলিত পৃথিবীর কঠিন হতে শুরু করার সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি লক্ষ্য করেন পৃথিবীর অভ্যন্তরীণ অংশ শক্ত হতে শুরুর পর সময় সময় এর চৌম্বক মেরু বদলে গেছে। তার গবেষণার ফর জিওফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত হয়েছে। -এএনআই
×