ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রেক্সিটের ধাক্কায় বরখাস্ত পররাষ্ট্র সচিব বেন

প্রকাশিত: ১৯:১৭, ২৬ জুন ২০১৬

ব্রেক্সিটের ধাক্কায় বরখাস্ত পররাষ্ট্র সচিব বেন

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন তার ছায়া মন্ত্রিসভা থেকে পররাষ্ট্র সচিব হিলারি বেনকে বরখাস্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নে থাকতে না পারার ব্যর্থতায় করবিনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের কথা জানানোর পর হিলারিকে বরখাস্ত করা হয়। খবর বিবিসির। বৃহস্পতিবারের গণভোটে (ব্রেক্সিটে) ইইউতে ব্রিটেনের না থাকার পক্ষে ৫২ শতাংশ এবং থাকার পক্ষে ৪৮ শতাংশ ভোট পড়ে। কিন্তু এই গণভোটে ইইউতে থাকার (রিমেইন) পক্ষে নিষ্প্রভ প্রচারণার জন্য অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন জেরেমি করবিন। অনাস্থা ভোটের দাবিকে যদি করবিন উপেক্ষা করেন, তাহলে ছায়া মন্ত্রিসভার যে সব সদস্য পদত্যাগে ইচ্ছাপোষণ করেছিলেন, হিলারি বিন তাদের উৎসাহিত করেছিলেন। লেবার পার্টির এক মুখপাত্র বলেন, এই কারণে করবিন হিলারি বিনের ওপর আস্থা রাখতে পারছেন না। বরখাস্তের বিষয়ে হিলারি বেন বলেন, আমি করবিনকে ফোনে তার নেতৃত্ব ও নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করি। এরপরই আমাকে বরখাস্ত করা হয়।
×