ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে পাঁচ মিউচ্যুয়াল ফান্ড

প্রকাশিত: ০৫:২৮, ১৪ জুন ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে পাঁচ মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করছে ৫টি মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো : আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিটের দর বেড়েছে ২০ পয়সা বা ৪ দশমিক ৪৪ শতাংশ। দেখা গেছে, ফান্ডটির সর্বশেষ ইউনিট লেনদেন হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। ৯৪ বারে ১০ লাখ ৬৫ হাজার ৭৮২টি ইউনিট লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ ফান্ডটির প্রতিটি ইউনিটের দর বেড়েছে ৩০ পয়সা বা ৬ দশমিক ৫২ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ইউনিট লেনদেন হয়েছে ৪ টাকা ৯০ পয়সা। ৮৭ বারে ৮ লাখ ৪ হাজার ৯২০টি ইউনিট লেনদেন হয়েছে। আর ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ছিল তার পরের অবস্থানে। এ ফান্ডটির প্রতিটি ইউনিটের দর বেড়েছে ২০ পয়সা বা ৪ দশমিক ৩৫ শতাংশ। ফান্ডটির সর্বশেষ ইউনিট লেনদেন হয়েছে ৪ টাকা ৮০ পয়সা। ২৪ বারে ৫ হাজার ৪৮১টি ইউনিট লেনদেন হয়েছে। টপটেন গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হলো : ইবনে সিনা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ইসল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
×