ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবি পুরাতন ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদের

প্রকাশিত: ০৩:৫২, ১০ জুন ২০১৬

বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবি পুরাতন ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্বের নিয়মে প্যাকেজ ভ্যাট স্থায়ীকরণ করে বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পুরাতন ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদ। একইসঙ্গে আগামী ২০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে রোজার ঈদের পর বৃহত্তর কর্মসূচী দেয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী খোকন বলেন, প্রস্তাবিত বাজেটে প্যাকেজ ভ্যাট তুলে দিয়ে নামমাত্র প্যাকেজ ভ্যাট রাখা রয়েছে। তাই পূর্বের নিয়মে প্যাকেজ ভ্যাট আদায় করার জন্য আমরা সরকারকে ২০ জুন পর্যন্ত সময় দিচ্ছি। ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটির প্রথম স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো তাদের এইচডি সিরিজের নতুন স্মার্টফোন এইচ ৪০০। সেকেন্ড জেনারেশন ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি সংবলিত এইচ ৪০০ হ্যান্ডসেটটি সিম্ফনির প্রথম ফিঙ্গার প্রিন্ট স্মার্টফোন। ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি টেকনোলজির মাধ্যমে ক্রেতা তার আঙুল ব্যবহার করে হ্যান্ডসেটটির সিকিউরিটি শতভাগ নিশ্চিত করতে পারবেন। হ্যান্ডসেটের পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাচ এ প্রেস করার মাধ্যমে ফোন লক আনলক করা যাবে খুবই দ্রুত। ২.৫ ডি কার্ভড শেপের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, এই হ্যান্ডসেটটির রেজ্যুলেশন ১২৮০*৭২০। মিরাভিশন টেকনোলজির কারণে ডিভাইসটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক। ছবি, ভিডিও, ওয়েব পেজ, এ্যাপস কিংবা টেক্সট যেকোন কাজই ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। -বিজ্ঞপ্তি রমজানজুড়ে বিকাশ করলে ২০ শতাংশ ক্যাশব্যাক দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকরা রমজান মাসে ১৬,০০০-এরও বেশি দোকানে কেনাকাটার মূল্য বিকাশের মাধ্যমে পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এই অফারের আওতায় গ্রাহকরা দেশের ৬১টি নামী ব্র্যান্ডের ৬৪৭ আউটলেটের পাশাপাশি পাড়া/মহল্লার ক্ষুদ্র দোকানগুলোতেও বিকাশ দিয়ে কেনাকাটা করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত। -বিজ্ঞপ্তি
×