ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাছ লাগিয়ে হোল্ডিং ট্যাক্সের ১০% ছাড়ের সুযোগ নেয়ার আহ্বান মেয়র সাঈদ খোকনের

প্রকাশিত: ০৭:০৬, ৭ জুন ২০১৬

গাছ লাগিয়ে হোল্ডিং ট্যাক্সের ১০% ছাড়ের সুযোগ নেয়ার আহ্বান মেয়র সাঈদ খোকনের

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করদাতাদের নিজ নিজ বাড়ি/ফ্ল্যাট/স্থাপনার আঙিনা, ছাদ, বারান্দা/ব্যালকনিতে ফুল, ফল ও বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে কাক্সিক্ষত সবুজ ঢাকায় রূপান্তর কাজে অংশগ্রহণ করা, ঢাকা মহানগরীর সৌন্দর্যবর্ধনে সহযোগিতা করা এবং হোল্ডিং ট্যাক্সে ১০% ছাড় উপভোগ করার আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ফল পাকানোয় জেল-জরিমানা স্টাফ রিপোর্টার ॥ ক্ষতিকর রাসায়নিক উপাদান ইথোফেন, কার্বাইড ও অন্যান্য উপাদান দিয়ে ফল পাকানোর বিরুদ্ধে র‌্যাবের অভিযান আরও জোরদার করা হয়েছে। গোটা রমজান মাসজুড়েই এ অভিযান চলবে। সোমবারও কলা ও আম পাকানোর অভিযোগে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন খলীল সরদার কৃষি মার্কেটে কয়েকটি আড়তের মালিক ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এখানকার ২৭টি কলা, ১৫টি আম, দুটি লিচু, একটি আনারস ও একটি কাঁঠালের আড়তে অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়। বিএসটিআইয়ের মিনিল্যাব, মেজারিং ডিভাটসসহ অভিযান পরিচালনা করেন র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। শেফাক আহমেদের বিরুদ্ধে রুল স্টাফ রিপোর্টার ॥ নিয়ম ভেঙ্গে শেয়ার লেনদেনের কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান শেফাক আহমেদের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে শেফাক আহমেদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থসচিব, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইডিআরএ ও আইডিআরএ-এর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
×