ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস পরিচিতি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

প্রকাশিত: ০৭:৩৬, ৫ জুন ২০১৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন আধুনিক মানসম্পন্ন শিক্ষা। মানসম্পন্ন শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান। তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (স্থাপিত ২০০৩)। এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পড়ার সুযোগ রয়েছে। বৈশিষ্ট্য: ১. ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যসূচী অনুযায়ী বাংলা মাধ্যম ইংরেজী ভার্সনে শিক্ষা। ২. নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা। ৩. নিয়মিত গাইড টিচারের তত্ত্বাবধান। ৪. শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে উন্নত কলাকৌশলের ব্যবহার। ৫. আবশ্যিকভাবে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। ৬. অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সুবিধা। ৭. রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ। সুবিধাসমূহ: ১. নিজস্ব কলেজ ভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। ২. কলেজের অবস্থান অনুযায়ী উন্নত যোগাযোগ সুবিধা। ৩. এ+ প্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। ৪. উন্নতমানের ল্যাব, লাইব্রেরি ও ইন্টারনেট সুবিধা। ৫. ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল সুবিধা। ৬. বিশুদ্ধ পানির সুব্যবস্থা। ৭. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে বৃত্তি প্রদান। নিয়ম-কানুন: শিক্ষাবর্ষ তিনটি পর্বে বিভক্ত। একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে প্রমোশন পেতে হলে আশি ভাগ ক্লাসে উপস্থিত থাকতে হবে। এছাড়া কলেজে অনুষ্ঠিত পরীক্ষাসমূহে তিন পর্ব মিলে গড়ে কমপক্ষে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫ এবং ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ ৩.০০ পেতে হবে। উল্লেখযোগ্য যে, নির্ধারিত গ্রেড পয়েন্ট না পেলে এবং শ্রেণী উপস্থিতি সন্তোষজনক না থাকলে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না। ভর্তি ফর্ম বিতরণ ও ভর্তি: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছুদের সহয়তার জন্য কলেজ অফিসে হেল্পডেস্ক খোলা হয়েছে। ভর্তির জন্য প্রয়োজন এসএসসি/সমমান পরীক্ষা পাসের মূল প্রশংসাপত্র, মূল মার্কশীট এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় এসএসসি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ ও ব্যবসায় শিক্ষা শাখায় কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্তরা আবেদন করতে পারবে। যোগাযোগ: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। ৩/৩ ব্লক-এ, লালমাটিয়া (ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের পশ্চিম পাশে), ঢাকা-১২০৭, ফোন : ৯১২৬১৯৮, ০১৭১৩৪৯৩২২৭। হাবিবুর রহমান
×