ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেহজাদ-উমর তো কোহলি-ডি ভিলিয়ার্স না!

প্রকাশিত: ১৯:৩৫, ৩১ মে ২০১৬

শেহজাদ-উমর তো কোহলি-ডি ভিলিয়ার্স না!

অনলাইন ডেস্ক॥ উদাহরণ দিলে সমসাময়ীক সেরাটাই দিতে হয়। তাই এই সময়ের সেরা দুই ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে টেনে আনলেন শহীদ আফ্রিদি। বললেন, তাদের দুই প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমল তো আর কোহলি-ডি ভিলিয়ার্স না। তাই এই দুইয়ের কাছে তেমনটা প্রত্যাশা করাও ঠিক না। শেহজাদ ও উমর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন। কোনো সংস্করণের ক্রিকেটে সুযোগ নেই তাদের। কারণ, দলীয় শৃঙ্খলার দিকে তাদের কোনো শ্রদ্ধা নেই। তবে এই দুই ব্যাটসম্যান পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা। তাদের কাছে প্রত্যাশাও বেশি থাকে। যদিও হালে বেশির ভাগ সময় ব্যর্থ হচ্ছেন তারা। আফ্রিদি তাই বললেন, "আমিও মানি শৃঙ্খলার সাথে কোনো আপোষ নেই। কিন্তু আমার মনে হয় তাদের কাছে খুব বেশি প্রত্যাশা না করাই ভালো। তারা যেভাবে খেলে সেভাবে খেলতে দেওয়া দরকার। অভিজ্ঞতা বাড়লে আরো ভালো হবে ওরা। তাদের কাছ থেকে কোহলি কিংবা ডি ভিলিয়ার্সের মতো পারফরম্যান্স আশা করা ঠিক না। এই ধরণের তুলনাও করবেন না।" এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ছিলেন আফ্রিদি। বিশ্বকাপের পর তার খেলা ছাড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু ব্যর্থ বিশ্বকাপের নেতৃত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এবার ৩৬ বছরের অল রাউন্ডার জানালেন, আরো অন্তত দুই বছর খেলতে চান। যদিও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। নিজের ব্যাপারে আফ্রিদি বলেছেন, "এখনো খেলাটা উপভোগ করছি। তাই আরো দুই বছর খেলতে চাই। বিদেশি লিগ, আমাদের ঘরোয়া লিগ কিংবা পাকিস্তান দল যেখানেই খেলি না কেন ব্যাপার না। নির্বাচকরা আমাকে চাইলেই পাকিস্তান দলে পাবে।"
×