ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লক্ষাধিক টাকা স্থানান্তরে পুলিশের মানি এস্কর্ট টিম প্রস্তুত

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ মে ২০১৬

লক্ষাধিক টাকা স্থানান্তরে পুলিশের মানি এস্কর্ট টিম প্রস্তুত

স্টাফ রিপোর্টার ॥ এক লাখের অধিক পরিমাণ টাকা স্থানান্তরের ক্ষেত্রে সারাদেশেই পুলিশের মানি এস্কর্ট টিমকে প্রস্তুত রাখা হয়েছে। তবে টাকার মালিককে ব্যক্তিগত উদ্যোগে টাকাসহ পুলিশ যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে। পুলিশের যানবাহন সমস্যার কারণে এমন সিদ্ধান্ত হয়েছে। মানি এস্কর্ট টিমের সহায়তা না নেয়ার ফলে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রোজা ও ঈদ সামনে রেখে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় ছিনতাইয়ের মতো অপরাধ কমিয়ে আনতেই এবার দেশের প্রতিটি থানায় মানি এস্কর্ট টিম তৈরি করা হয়েছে। ঢাকার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়িসহ প্রতিটি ইউনিটেই একাধিক মানি এস্কর্ট টিম প্রস্তুত রয়েছে। শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ সংক্রান্ত আদেশ জারি করেন। পুলিশের মানি এস্কর্ট টিমের সহায়তা পেতে সংশ্লিষ্ট থানা অথবা আবেদনের মাধ্যমে আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। তবে টাকাসহ পুলিশ সদস্যদের যাতায়াতের জন্য টাকার মালিককে যানবাহনের ব্যবস্থা করতে হবে। মানি এস্কর্ট টিমের সহায়তা পেতে ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৯৫৫৯৯৩৩, ০১৭১৩৩৭৩১১৯ ও ০১৭১৩৩৯৮৩১১ নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেছেন, ছিনতাইরোধে ব্যাংকের সামনে এবং এটিএম বুথগুলোর সামনে সাদা পোশাকের পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ আইজি শহীদুল হক বলেছেন, বিভিন্ন ব্যাংক, ব্যক্তি বিশেষ ছাড়াও গার্মেন্টসের মোটা অঙ্কের টাকা স্থানান্তরের সময় সহায়তা চাইলে পুলিশের মানি এস্কর্র্ট টিম সহায়তা করে থাকে। মানি এস্কর্র্ট টিমের সহায়তা নিলে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা কমে আসবে।
×