ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কানাডায় দাবানলে আটকেপড়া লোকদের বিমানে সরানো শুরু

প্রকাশিত: ০৩:৪৩, ৭ মে ২০১৬

কানাডায় দাবানলে  আটকেপড়া  লোকদের বিমানে সরানো শুরু

কানাডার কর্মকর্তারা বিমানে করে প্রায় ৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া শুরু করেছে। এরা ফোর্ট ম্যাকমারের উত্তরাঞ্চল থেকে দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছে। নগরীটি ভয়াবহ দাবানলে ধ্বংস হয়ে গেছে। শুক্রবার বিপজ্জনক অবস্থায় আটকেপড়া বাকি ১৭ হাজার মানুষকে সরানোর জন্য শুধুমাত্র দক্ষিণের দিকে যাওয়া সড়ক পথটিই নিরাপদ বলে মনে করছেন কর্মকর্তারা। খবর এএফপির। তিন দিন আগে শহরের সব মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। শহরে ৮৮ হাজার মানুষ বাস করে। এদের কেউ কেউ উত্তর দিকে গেলেও অধিকাংশই দক্ষিণ দিকে পালিয়ে যায়।
×