ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, আমরা লিবিয়ায় সৈন্য পাঠানোর বিষয় নাকচ করতে পারি না। তিনি বলেন, লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে ব্রিটিশ সৈন্যদের সেখানে পাঠানো যেতে পারে। উত্তর আফ্রিকায় জিহাদীদের মোকাবেলা করতে পশ্চিমা নেতৃবৃন্দের পরিকল্পনার প্রেক্ষাপটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। ফিলিপ হ্যামন্ড ‘টেলিগ্রাফ’ পত্রিকার সঙ্গে সাক্ষাতকারে বলেন, লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলভাগের বিস্তীর্ণ এলাকা দখলকারী সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে ভবিষ্যতে ব্রিটিশ সৈন্য পাঠানোর প্রয়োজনীয়তা তিনি নাকচ করতে পারেন না। হ্যামন্ড বলেন, তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) লিবিয়াকে সন্ত্রাসীদের একটি নিরাপদ আস্তানায় পরিণত করতে চাইছে, যেখান থেকে তারা ইউরোপের মূল ভূখ- বা সাগরের জাহাজসমূহে হামলা চালাতে পারে। খবর টেলিগ্রাফের।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ব্রিটিশ প্রমোদতরী ও বাণিজ্যিক জাহাজসমূহকে লিবিয়ার সির্তে শহরের কাছাকাছি উপকূল এড়িয়ে চলতে বলা হয়েছে। তিনি বলেন, একথা বিশ্বাস করার যথেষ্ট যুক্তি রয়েছে যে, আইএসআইএল সমুদ্র পার হয়ে ইতালিতে হামলা চালানোর জন্য সন্ত্রাসী পাঠাতে পারে।