ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির অর্থ ফেরতে আইনী সহায়তা দিবে ফিলিপাইন

প্রকাশিত: ১৮:৪১, ২১ এপ্রিল ২০১৬

রিজার্ভ চুরির অর্থ ফেরতে আইনী সহায়তা দিবে ফিলিপাইন

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশ ব্যাংকের চুরি করা অর্থ ফেরত প্রদানে আইনী সহায়তার আশ্বাস দিয়েছে ফিলিপাইনের সরকার। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যোগাযোগ সচিব হারমিনিও কোলোমা বিবৃতিতে জানান, সরকার সমস্ত ধরনের আইনী সহায়তা প্রদান করার লক্ষ্যে ফিলিপাইনের ব্যাংকিং লেনদেন পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি জানান, এন্টি মানি লন্ডারিং কাউন্সিল পর্যালোচনা করে দেখছে, কোথাও কোনোভাবে এন্টি-মানি লন্ডারিং আইন ভঙ্গ হয়েছে কিনা। এর আগে সোমবার বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের রিপোর্টে জানানো হয়েছিল, ২০ জন বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে অর্থ চুরির ঘটনায়। চলমান তদন্তে অবশ্য ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করা বিদেশী নাগরিকদেরনাম প্রকাশ করা হয়নি।
×