ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন সামরিক তথ্য চুরির চেষ্টা ॥ দোষ স্বীকার করল চীনা হ্যাকার

প্রকাশিত: ০৪:০৭, ২৬ মার্চ ২০১৬

মার্কিন সামরিক তথ্য চুরির চেষ্টা ॥ দোষ স্বীকার করল চীনা হ্যাকার

মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার এক পরিকল্পনায় চীনের সু বিন (৫০) জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। কার্গো জেট, কার্গো উড়োজাহাজ ও অস্ত্রশস্ত্র নিয়ে কাজ করে এমন একটি গ্রুপের অংশ ছিলেন তিনি। খবর বিবিসির। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানিয়েছে, সু বিন তাঁর কাজ দিয়ে বাণিজ্যিকভাবে সুবিধা আদায় করতে চেয়েছিলেন। আর অর্থের বিনিময়ে তিনি এ কাজ করতে রাজি হয়েছিলেন বলে স্বীকার করেছেন বিন। গত ২০১৪ সালে কানাডায় কাজ করার সময় তাকে গ্রেফতার করা হয়। বিচারে সু বিনকে পাঁচ বছরের কারাদ- ও দুই লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশের জন্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত চীনের অন্য আরও দু’জনের সঙ্গে বিন কাজ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন। তারা যেসব নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা করছিলেন তার মধ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক সেনাবাহিনীর একটি বোয়িং ঠিকাদারী সিস্টেমও রয়েছে। বিনের কাছ থেকে চীনের সরকার গোপন তথ্য কিনতে চেয়েছিল বলে যে অভিযোগ করে আসছিল মার্কিন বিচার বিভাগ।
×