ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৭ ঘণ্টা পর পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৮, ২০ মার্চ ২০১৬

মুন্সীগঞ্জে ৭ ঘণ্টা পর পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে হ্যান্ডকাফসহ ধর্ষণ মামলার আসামি পালিয়ে যাওয়ার সাত ঘণ্টা পর ফের গ্রেফতার হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসারত অবস্থায় ধর্ষণ মামলার আসামি মুহিত বেপারী পালিয়ে যায়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সোমনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় মাশুরগাঁও ফেরিঘাট এলাকার নার্সারি মালিক হোসেন বেপারীর ছেলে মুহিত বেপারী ওই এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে মুহিতকে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার সকাল সাতটার দিকে মুহিত বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদের সভা সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদের সভা সম্প্রতি সংগঠনের আহ্বায়ক খান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও আজ পর্যন্ত জাতীয় মজুরি কমিশন গঠন না করায় রাষ্ট্রায়ত্ত সেক্টরের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেক্টর কর্পোরেশন সমন্বয় পরিষদের বিভিন্ন সদস্যভুক্ত ফেডারেশনের পক্ষ থেকে জাতীয় মঞ্জুরি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবি সত্ত্বেও অদ্যাবধি মজুরি কমিশন গঠন করা হয়নি। সভায় অবিলম্বে জাতীয় মজুরি কমিশন গঠন ও ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। -বিজ্ঞপ্তি ডেসকোয় জাতির জনকের জন্মদিন পালিত গত ১৭ মার্চ ডেসকোর প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ওপর তথ্য চিত্র এবং স্থির চিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারী শিশু-কিশোর এবং কমকর্তা-কর্মচারীগণ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন এবং ছড়া, কবিতা ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ এ কে এম মোস্তফা কামাল এবং সকল নির্বাহী পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি দখলকারীদের নেতৃত্বে সাভারে উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ মার্চ ॥ সাভারে সড়ক ও জনপথের জমি দখলকারীদের নেতৃত্বেই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। তাই এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বড় ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে উচ্ছেদের নামে সড়কের পাশের ছোট ছোট টং দোকান ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
×