ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির ল্যাবে প্রতি এক শ’ বায়োপসি টেস্টে ২৫/৩০টিতেই ক্যান্সার শনাক্ত হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৫, ৬ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির ল্যাবে প্রতি এক শ’ বায়োপসি টেস্টে ২৫/৩০টিতেই ক্যান্সার শনাক্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরীক্ষাগারে প্রতি এক শ’ বায়োপসি পরীক্ষার মধ্যে ২৫ থেকে ৩০টিতে ক্যান্সার শনাক্ত হচ্ছে। ক্যান্সার বেড়ে যাওয়ার পেছনে পরিবেশ বড় ধরনের ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলন হলে জাতীয় ক্যান্সার সম্মেলন ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এ কথা বলেছেন। ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র এবং গাইনি অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। জাতীয় ক্যান্সার সম্মেলন ২০১৬-এর সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন গাইনিকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সাবেরা খাতুন, জাতীয় ক্যান্সার সম্মেলন ২০১৬-এর সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন প্রমুখ। সম্মেলনে দিনব্যাপী বৈজ্ঞানিক অধিবেশন, বিশেষ অধিবেশন, মুক্ত আলোচনা ও ক্যান্সার সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, পরিবেশগত বিপর্যয় বা দূষিত পরিবেশ এখন ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ। দিন দিন ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই পরীক্ষার মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিহ্নিত করা হচ্ছে। ক্যান্সার প্রতিরোধে পরিবেশবাদীদের আরও সোচ্চার হতে হবে। পাশাপাশি ক্যান্সারে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধির সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ক্যান্সারে আক্রান্ত রোগীরা শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসার মাধ্যমে অনেক রোগীর পক্ষেই আরোগ্যলাভ করা সহজ হয়। রক্ত স্বল্পতা, দুর্বলতা ও ক্ষুধামান্দা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ- এ বিষয়টি মানুষকে জানাতে হবে। গণমাধ্যম এ ক্ষেত্রে বেশি ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য বিদ্যমান চিকিৎসাসেবার পাশাপাশি ক্যান্সার নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য একটি আলাদা ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে। ক্যান্সারে আক্রান্ত একজন রোগীও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে আরও উদ্যোগী হতে হবে।
×