ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে ২ প্রতারক মহিলা আটক

প্রকাশিত: ২২:১৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

সীতাকুণ্ডে ২ প্রতারক মহিলা আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে নকল স্বর্ণ বিক্রির দায়ে ২ প্রতারক মহিলাকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার পৌরসদর ওসমানগণি মার্কেটের সুমন জুয়েলাস থেকে বাজার কমিটি আটক করে থানায় সোপর্দ করে। বাজার কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার রাতে আনুমানিক ২ ভরি নকল স্বর্ণ বিক্রি করতে আসে পৌরসদর ওসমানগনি মার্কেট সুমন জুয়েলাস। জুয়েলার্সের মালিক স্বর্ণটি পরীক্ষা করে দেখে স্বর্ণগুলো নকল। তাৎক্ষনিক প্রতারক স্বর্ণ বিক্রেতাকে বুঝতে না দিয়ে বাজার কমিটির লোকজনকে বিষয়টি অবগত করে। বাজার কমিটি থানায় খবর দিয়ে প্রতারক ২ মহিলাকে থানায় সোপর্দ করে। আটককৃত মহিলারা হলেন চট্টগ্রাম জেলার হাটহাজারি থানার কায়সার মাহমুদ রুবেলের স্ত্রী রুজিনা পারভিন(২৩) ও একই থানার সুমনের স্ত্রী লিজা আক্তার(২৪)। আটকৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় প্রতারনার অভিযোগে মামলা হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সীতাকু- মডেল থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘নকল স্বর্ণ বিক্রির দায়ে ২ মহিলা আটক করে প্রতারনার মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।’
×