ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশ

প্রকাশিত: ০৫:১৯, ২২ ফেব্রুয়ারি ২০১৬

লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি ॥ শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শামসুল আরেফিন বলেন, সারাদেশে দলিল লেখকদের উন্নয়নে সরকারের কাছে নয় দফা দাবি পেশ করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান হাজী খন্দকার আব্দুর রশিদ, মহাসচিব এমএ রশিদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব কেএম হোসেন টমাস, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২১ ফেব্রুয়ারি ॥ শহরের শীর্ষ সন্ত্রাসী, জেলা যুবদলের সদস্য রুবেল ওরফে কুত্তা রুবেলকে (২৪) একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী গোরস্তান এলাকায় রবিবার ভোর সোয়া ৪টায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
×