ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রথম বিচ টেনিস শুরু

প্রকাশিত: ০৪:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ওয়ালটন প্রথম বিচ টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ কক্সবাজারে গতকাল শনিবার শুরু হয়েছে ‘ওয়ালটন’ প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইসমাইল নাসের ও সহকারী পুলিশ সুপার মো. রায়হান কাজেমী (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন)। টুর্নামেন্টে পুরুষ এককে রয়েছেন শ্রী অমল রায়, আনোয়ার হোসেন, রঞ্জন রাম, দীপু লাল, বিপ্লব রাম, মামুন বেপারী, আখতার হোসেন ও মুনির হোসেন। আর মহিলা এককে খেলছেন আফসানা ইসলাম প্রীতি, শাহ সাফিনা লাক্সমি, আয়েশা সুলতানা, রেবেকা সুলতানা, পপি আক্তার, শ্রাবণী বিশ্বাস জুঁই, ফাবিহা লামিসা সূচনা ও ইতি আক্তার। এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এর আগে প্রথম বিচ কাবাডি, প্রথম বিচ ভলিবল, প্রথম বিচ বডিবিল্ডিংসহ বেশ কয়েকটি টুর্নামেন্ট পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এবারও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ টেনিস । বিচ টেনিসের নিয়ম-কানুন একটু আলাদা। ভিন্ন র‌্যাকেট ও বল দিয়ে টুর্নামেন্টের খেলাগুলো হয়। যদিও বিচ টেনিসের নিয়ম-কানুন টেনিস প্রতিযোগিতার সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। কোর্টের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ৪.৫ মিটার ও দ্বৈতে ৮ মিটার। নেটের উচ্চতা ১.৭ মিটার।
×