ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি চেম্বারে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৪:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ঝালকাঠি চেম্বারে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঝালকাঠির চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি মাহাবুব হোসেনসহ ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার বেলা ১১টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম প্রধান অতিথি ছিলেন। বিদায়ী সভাপতি সালাহ উদ্দিন সালেক সভাপতিত্ব করেন। সভায় নবনির্বাচিত পর্ষদের সভাপতি মাহাবুব হোসেন, শাহ আলম শাহীন এবং ব্যবসায়ী লিয়াকত আলী তালুকদার বক্তব্য রাখেন। -নিজস্ব সংবাদদাতা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। এ হার গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। ডিসেম্বরে দেশটির মূল্যস্ফীতি হয়েছিল শূন্য দশমিক ২ শতাংশ। এর মধ্যে খাবার ও জ্বালানিতে ব্যয় কম হলেও আবাসন এবং স্বাস্থ্য খাতে ব্যয় বেড়েছে দেশটির ভোক্তাদের। নীতিনির্ধারকরা বলছেন, এ হার তাদের প্রত্যাশার চেয়ে কম হলেও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। মূল্যস্ফীতি বাড়তে থাকলে চলতি বছরের মার্চে আরেক দফা সুদের হার বাড়তে পারে বলেও মনে করছেন তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×