ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশাবাদ নিয়ে শেষ হলো টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

আশাবাদ নিয়ে শেষ হলো টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী

নতুন প্রযুক্তির ব্যবহার আর দক্ষ জনবল তৈরির মাধ্যমে টেক্সটাইল শিল্পের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে চায় শিল্প মালিকরা। তাদের এমন আশাবাদের সঙ্গেই শেষ হয়েছে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী। ৪ দিনের প্রদর্শনীতে চীন, তাইওয়ান, জাপান, জার্মানি আর ইতালিসহ বিশ্বের ১৩টি দেশের ১ হাজার প্রতিষ্ঠান অংশ নেয়। যেখানে তাদের প্রদর্শিত অত্যাধুনিক যন্ত্রাংশের সঙ্গে দেশীয় উদ্যোক্তারা পেয়েছেন মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থার জন্য হালনাগাদ প্রযুক্তি জ্ঞানও। তবে, শুধু বিদেশী প্রতিষ্ঠান নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রদর্শনীতে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল দেশীয় প্রতিষ্ঠানগুলোরও। প্রদর্শনীটির মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নের পাশাপাশি ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতের রফতানি লক্ষ্যমাত্রা পূরণেও অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। -অর্থনৈতিক রিপোর্টার ঈশ^রদী ইপিজেড গেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ইপিজেড মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদসহ অন্যান্য বিশ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে ইব্রাহিম হোসেন ১০১ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমজাদ হোসেন ২৬ ভোট পেয়েছেন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩১ ভোটারের মধ্যে চারজন ভোটার ভোট প্রদান থেকে বিরত থাকেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী পাকশী ইউপি সচিব মিজানুর রহমান খোকন বলেন, শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। -স্টাফ রিপোর্টার, ঈশ^রদী
×